শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী রৌমারীতে বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত মাধবদীতে জ্যান্ত কই মাছ গলায় ঢুকে কৃষকের মৃত্যু বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী কালীগঞ্জে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা লতিফ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন নড়াইলের কালিয়া উপজেলার শ্রীনগর গ্রামে ভ্যানচালককে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন বরিশালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন হাতিয়ায় দ্বীপ উন্নয়ন সংস্থার ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত স্মৃতি কর্ণার ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলামের পক্ষে ছাত্রলীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ আজ

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভোট গ্রহণ আজ বুধবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সহিংসতা এড়াতে গত সোমবার থেকেই নগরীতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটেলিয়নের সমন্বয়ে প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডে একটি করে ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।
বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার বলেন, ‘পরিপত্র জারি হয়েছে। সে হিসেবে তারা আজ নগরীতে টহল শুরু করেছে। ভোটের পর দিন পর্যন্ত তারা টহলে থাকবে।’
ইসির দেয়া তথ্যানুযায়ী, চসিকের নগরপতি হওয়ার জন্য ভোটযুদ্ধে দলীয় ও স্বতন্ত্র মিলে মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মো: রেজাউল করিম চৌধুরী, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে শাহাদাত হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: জান্নাতুল ইসলাম, চেয়ার প্রতীকে
ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর এবং হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪১টি সাধারণ ওয়ার্ডে ৫৭ জন প্রার্থী এবং সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে ১৭২ জন প্রার্থী কাউন্সিলর পদে লড়াই করছেন। নগরীর মোট ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটার আগামী পাঁচ বছরের জন্য তাদের নগরপতি নির্বাচনে ভোট দেবেন আগামীকাল বুধবার ২৭ জানুয়ারি। পাশাপাশি তারা ৪১ জন সাধারণ কাউন্সিলর এবং ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত করবেন। মোট ভোটারের মধ্যে ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন পুরুষ এবং ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন মহিলা ভোটার। ভোটের জন্য ৭৩৫টি ভোটকেন্দ্র এবং চার হাজার ৮৮৬টি ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছে।
ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলাবাহিনী : প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রসহ চারজন পুলিশ, অস্ত্রসহ একজন পিসি আনসার, অস্ত্রসহ একজন এপিসি আনসার, ১০ জন লাঠিয়াল ভিডিপি বা আনসারসহ মোট ১৬ জনের দল থাকবে। আর গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ ছয়জন পুলিশ, অস্ত্রসহ একজন পিসি আনসার, অস্ত্রসহ একজন এপিসি আনসার, ১০ জন লাঠিয়াল ভিডিপি বা আনসারসহ মোট ১৮ জনের দল থাকবে।
চট্টগ্রাম সিটি নির্বাচনে মাঠে ৮ হাজার পুলিশ: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের আট হাজার সদস্য মাঠে থাকছেন। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তর এক খুদে বার্তায় এই তথ্য জানায়। আজ বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট চলবে।
চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট গ্রহণ হবে ৭৩৫ কেন্দ্রে। এর মধ্যে ৪২৯ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যা মোট কেন্দ্রের ৫৮ শতাংশ।
মূলত আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রচারের ফাঁকে এলাকায় ফিরেছে চিহ্নিত সন্ত্রাসীরাও। তাই ভোটের দিন কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিয়ে ভোটারদের পাশাপাশি শঙ্কায় আছেন বেশির ভাগ প্রার্থীও। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৭ জন। কাউন্সিলর প্রার্থী ২২৫ জন। এবার ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শুরু হয় ৮ জানুয়ারি। শেষ হয় ২৫ জানুয়ারি। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে বলে গত রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেন। নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেছেন, ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com