শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী রৌমারীতে বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত মাধবদীতে জ্যান্ত কই মাছ গলায় ঢুকে কৃষকের মৃত্যু বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী কালীগঞ্জে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা লতিফ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন নড়াইলের কালিয়া উপজেলার শ্রীনগর গ্রামে ভ্যানচালককে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন বরিশালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন হাতিয়ায় দ্বীপ উন্নয়ন সংস্থার ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত স্মৃতি কর্ণার ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলামের পক্ষে ছাত্রলীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

বরিশাল সিটি নির্বাচনে দুই মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ জুলাই, ২০১৮

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রার্থিতা বাছাই প্রক্রিয়ার প্রথম দিনে দুই মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জাতীয় পার্টি ও একই দলের বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজ রোববার সকাল থেকে এই বাছাই কার্যক্রম শুরু হয়। চলবে কাল সোমবার পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ঋণখেলাপি হওয়ায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইকবাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী (জাপার বিদ্রোহী) বশির আহম্মেদ মনোনয়নপত্রের সঙ্গে সমর্থনকারীদের (ভোটার) যে তালিকা দিয়েছেন, তা সঠিক না হওয়ায় তাঁর মনোনয়নও বাতিল করা হয়েছে।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দীন খান এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে গত ২৮ জুন আটজন মনোনয়নপত্র দাখিল করেন। এঁরা হলেন আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিএনপির মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টির ইকবাল হোসেন, বাসদের মনীষা চক্রবর্তী, সিপিবির আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের ওবায়দুর রহমান, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বশির আহম্মেদ, খেলাফত মজলিশের এ কে এম মাহবুব আলম। এঁদের মধ্যে দুজন ছাড়া বাকি ছয়জনের মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন হবে ৩০ জুলাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com