শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

বরিশালে করোনায় আক্রান্ত আরও ৮ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২০

বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় আরও চার পুলিশ সদস্যসহ আটজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন।

সোমবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেখান থেকে জানানো হয়, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে একজন পুলিশলাইনে কর্মরত এবং বাকি তিনজন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় কর্মরত।

এ ছাড়া নগরীর কাজিপাড়া এলাকায় চাঁদমারী, সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন এবং বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নে একজন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তারা সবাই পুরুষ।

শেরেবাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে আটজনের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, আক্রান্ত চার পুলিশ সদস্যের মধ্যে বরিশাল কোতোয়ালি মডেল থানার একজন উপপরিদর্শক, দুই সহকারী উপপরিদর্শক এবং একজন উপপুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ে কর্মরত কনস্টেবল। এর আগে উত্তর কার্যালয়ের ৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com