শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:২২ অপরাহ্ন

কাপাসিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘দাড়িয়াবাধা’ টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের বরুন গ্রামের ‘ছালেমা সাঈদ বৃদ্ধাশ্রম’ ও এলাকাবাসীর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবাধা টুর্ণামেন্টের তৃতীয় কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত। বৃদ্ধাশ্রমের মাঠে শনিবার বিকালে হাজারো দর্শকের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে বীর মুক্তিযোদ্ধা মরহুম সোলাইমান মোড়ল স্মৃতি দাড়িয়াবাধা টুর্ণামেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক ও সৃজনী মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি আবি আবদুল্লাহ্। Ÿড়ছিট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধানন শিক্ষক শম্ভুনাথ বনিকের সভাপতিত্বে দাড়িয়াবাধা প্রতিযোগিতার উদ্ধোধণ করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ বোরহান উদ্দিন কবিরাজ। বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন, স্কাউটার এনামূল কবির মাষ্টার, গাজীপুর কর অঞ্চলের প্রধান সহকারী মোঃ কাইয়ূম দরজী, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোঃ কুমুর উদ্দিন খাঁন, বড়জোনা সমাজকল্যাণ সংঘের সভাপতি মোঃ আমিনুল ইসলাম দরজী, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, ক্রীড়া শিক্ষক রামকৃষ্ঞ চন্দ্র দাস, মোঃ নাছির উদ্দিন মোড়ল প্রমূখ। হাসান ইমাম পালোয়ানের ধারা ভাষ্যে দর্শকরা মনভরে হারিয়ে যাওয়া দাড়িয়াবাধা খেলাটি প্রাণভরে উপভোগ করেন। টুর্ণামেন্টের তৃতীয় কোয়াটার ফাইনাল খেলায় স্থানীয় ভাটপাড়া একাদশ বনাম শিবপুরের পাড়হাতলা মাছুম একাদশ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। খেলায় ১১-৬ পয়েন্টে ভাটপাড়া একাদশ বিজয়ী হন। টুর্ণামেন্টে ৮ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহন করছে। নক-আউট পদ্ধতিতে ফাইনাল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে প্রাইজমানি থাকবে ১৫ হাজার টাকা এবং রানার্সআপ দলটি পাবে ১০ হাজার টাকা। এছাড়া অংশগ্রহনকারী প্রত্যেক খেলোয়ারকে সান্তনা পুরস্কার দেয়া হবে। রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ছালমা সাঈদ বৃদ্ধাশ্রমের সার্বিক ব্যবস্থাপনায় টুর্ণামেন্টের পরবর্তী খেলা আগামী শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বরুন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আবুল কালাম মোড়ল ও কোটবাজালিয়া আদর্শ যুবকল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক মোঃ সিফাত খাঁন। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলায়েত হোসেন পারভেজ (বিল্লাল) ও সাধারণ সম্পাদক আশুতোষ চন্দ্র দাস দর্শকদের শতস্ফূর্ত উপস্থিতির জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com