পিরোজপুর জেলাধীন নাজিরপুর উপজেলায় মাটিভাংগা ডিগ্রি কলেজে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন কলেজ কর্তৃপক্ষ। জানা গেছে, কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম ও তার শিক্ষকমন্ডলীদের নিয়ে কলেজের পরিচালনা পরিষদে দায়িত্বপ্রাপ্ত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাস কে সঙ্গে নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ১২:০১ মিনিটে ভাষা শহিদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পন করেন। ২১ শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে কলেজ শিক্ষার্থী ও শিক্ষদের মধ্যে কলেজের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে কলেজ ক্যাম্পাসের ভিতরে আলোচনা সভা করেন। এ সময় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী উক্ত আলোচনা সভায় অংশগ্রন করেন। আলোচনা সভার শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করেন। এ সময় এ প্রতিনধিকে অধ্যক্ষ জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল কলেজ ক্যাম্পাসে অযাচিত ক্ষমতা প্রয়োগ করতে না পারায় কলেজের বিরুদ্ধে বিভিন্ন প্রবাকান্ড সহ মহান ২১শে ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষ পালন করেনি বলে ধুয়া উঠিয়ে দেন এবং একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল করেন। এ বিষয়ে আমরা কলেজ কর্তৃপক্ষ এমন ভুয়া অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, পাশাপাশি আরো জানান, কলেজটি ১৯৬৭ সালে স্থাপিত হওয়ার পর থেকে এ কলেজের অনেক শিক্ষার্থী বর্তমান সহ বিগত সকারের মন্ত্রী সভায় এলাকার পক্ষে প্রতিনিধিত্ব করেছেন। এই সুনামকে ক্ষুন্ন করতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে।