বরিশালের গৌরনদীর কাছেমাবাদ দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীরে কামেল, মাওলানা মো. আবুল কাছেম (রাঃ) ৪৮তম ও কাসেমাবাদ দরবার শরীফের পীর আ.ফ.ম অহিদ এর ১ম মৃত্যু বার্ষিকী, ফাতেহা ও কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসার ৯২তম বার্ষিক ঐতিহাসিক ইছালে ছাওয়াব মাহ্ফিল অনুষ্ঠিত হয়। কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসা ও জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে ২১ ও ২২ ফেব্রুয়ারী ২দিন ব্যপি ইছালে ছাওয়াব মাহফিল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান’র সভাপতিত্বে মাহ্ফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নছিহত করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ধর্মিয় আলোচক হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ্। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন রফিকুল ইসলাম আছলামী (ভালা), হাফেজ মাওলানা ওবাইদুল্লাহ, মাওলানা আবদুল মজিদ ফারুকী, আলহাজ্ব মাওলানা আবু বকর বিন হুসাঈন আজমী, মাওলানা আবু সাদেক মো.আব্দুল হাই, মাওলানা মো. হাসানুজ্জামান, মাওলানা নুরুল হক আজহারী, মাওলানা মো. হাবিবুর রহমান(যুক্তিবিদ) উপস্থিত ছিলেন আলহাজ¦ মাওলানা আ: মালেক যুক্তিবাদী, কাছেমাবাদ কামিল মাদরাসার অধ্যক্ষ আবু সাইদ মো. কামেল, আরবী প্রভাষক মাওলানা মো.মনিরুল ইসলাম রাজাপুরী । শেষে কাসেমাবাদ দরবার শরীফের পীর আ.ফ.ম অহিদ এর মৃত্যুতে তার রূহের মাগফিরত কামনা ও সারা জাহানের মুসলিম উম্মাহ্’র শান্তি ও মঙ্গল কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিবাল মাওলানা মো. আসাদুজ্জামান।