রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

ফুলবাড়ী বাজারের সড়কে যানজট এখন নিত্যদিনের সঙ্গী, ভোগান্তিতে পথচারীরা

মাহবুব রহমান সুমন ফুলবাড়ী (কুড়িগ্রাম) :
  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরে কোথাও কোন সিএনজি ও অটোবাইকে ওঠা-নামার জন্য নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় ব্যস্ততম সড়কেই গাড়িগুলো রাখা হচ্ছে। ঐ সব চালকরা যত্রতত্র ভাবে গাড়ী পার্কিং করায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ফলে উপজেলা সদরের পুরো শহর জুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। আবার মাঝে-মধ্যেই ঘটছে দুর্ঘটনা। অন্য দিকে ঢাকাগামী নাইটকোচ রাখার নির্দিষ্ট কোন স্থান না থাকায় প্রধান সড়কেই রাখা হচ্ছে নাইটকোচ গুলো। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারীরা। এ যেন দেখার কেউ নেই। সরেজমিনে দেখা গেছে, উপজেলা শহরের তিনকোণামোড় (জিরোপয়েন্ট) থেকে কলেজ মোড় হয়ে সোনালী ব্যাংক, অপর দিকে উপজেলা গেট এবং খাদ্য গুদাম পর্যন্ত যাতায়তের প্রধান সড়কের দুই পাশে রাখা হয়েছে অটোরিকশা,সিএনজি ,অটোবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন। প্রতিদিনেই ব্যস্ততম রাস্তার মধ্যেই যাত্রী ওঠানামা তাদের নিত্য দিনের সঙ্গী। জাহাঙ্গীর আলম, মাইদুল ইসলাম ,নুর ইসলাম নুরুসহ একাধিক ভুক্তভোগী জানান, জরুলী প্রয়োজনে কাছে ও দূরের হাজার হাজার মানুষ প্রতিদিন উপজেলা সদরে আসে। সদরে নিদ্রিষ্ট করে কোন বাসস্ট্যান্ড, সিএনজি ও অটোবাইকের স্ট্যান্ড না থাকায় এভাবেই রাস্তার ওপরেই সব ধরনের যানবাহন ইচ্ছেমতো রেখে যাত্রী ওঠা নামাসহ রাস্তার ওপর ঘন্টার পর ঘন্টা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উঠানো কিংবা নামানো হয়। এতে করে দীর্ঘ যানজট লেগেই থাকে। অটোচালক জোবাইদুল হক , আমিনুল ইসলাম ও বাবু মিয়াসহ একাধিক চালক জানান, উপজেলা শহরে নির্দিষ্ট বাসস্ট্যান্ড ও সিএনজি-অটোবাইকের গ্যারেজ না থাকায় তারা বাধ্য হয়ে সড়কের ওপর গাড়ি রেখে যাত্রী উঠা নামা করছেন। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান,আইন শৃংখলা মিটিংয়ে বাসস্ট্যান্ড ও সিএনজি- অটোবাইক গ্যারেজের বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। এর জন্য নির্দিষ্ট জায়গা খোঁজা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com