শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

ব্যাংকের লকারের টাকা গেল উইপোকার পেটে

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

টাকা নিরাপদ রাখতে জমা করা হয়েছিল ব্যাংকের লকারে। কিন্তু নিরাপদ আর থাকলো না। এক গ্রাহকের সব টাকা খেয়ে ফেললো উইপোকা। সুনিতা মেহতা নামের গ্রাহক ভারতের উদয়পুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি লকারে টাকা রেখেছিলেন । সম্প্রতি তিনি ব্যাংকে যান। নিজের লকারটি খুলে তার চক্ষুতো চড়কগাছ। দেখতে পান তার টাকা উইপোকায় খেয়ে ফেলেছে। পড়ে আছে টাকার কিছু টুকরো অংশ। এতে তার দুই লাখ ১৫ হাজার ভারতীয় রুপি (বাংলাদেশি টাকায় ২ লাখ ৭২ হাজার) মূল্যের মুদ্রা নষ্ট হয়েছে।
সুনিতা বলেন, লকারে রাখা জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকের দায়িত্ব। তিনি ব্যাংক প্রশাসনে অভিযোগও জানিয়েছেন। তাতে বলা হয়, ব্যাংকে পোকামাকড় নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা(পেস্ট কন্ট্রোল) নেয়া হয় না। সেকারণে লকারে রাখা জিনিসপত্র নষ্ট হয়েছে। প্রায় ২০ থেকে ২৫টি লকারে উইপোকা আক্রমণ করে থাকতে পারে।
ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয় – ব্যাংকটির সিনিয়র ম্যানেজার প্রবীণ কুমার যাদব বলেছেন, লকারের এই ক্ষতির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর সমস্যা সমাধানে সে গ্রাহককে ব্যাংকে পুনরায় ডেকে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com