সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দু’দিন ধরে হালকা হলুদ সাদা রংয়ের মুখপোড়া একটি হনুমান লোকালয়ে এবং গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে। উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ ও কাটারমহল গ্রামের বিভিন্ন বাড়ি এবং বাগানে ঘুরে বেড়াচ্ছে এই হনুমানটি। এটি মানুষ দেখলেই ভয় পাচ্ছে। গাছ থেকে মাটিতে নামছে না। উৎসুক লোকজন মাঝে মাঝে নিচ থেকে গাছের ডালে কলা ও পাউরুটি ছুড়ে দিচ্ছে। হনুমানটি সেগুলো ধরে খেলেও বেশিক্ষণ একস্থানে অবস্থান করছে না। আর এই হনুমান দেখতে ভীর করছে স্থানীয়রা। মোড়দহ গ্রামের বাসিন্দা হান্নান আলী জানান, শনিবার সকালে এই গ্রামের আক্তার হোসেনের বাড়ির একটি গাছে প্রথম এই হনুমানটি দেখা গেছে। লোকজন এগিয়ে এলে এটি দ্রুত অন্যত্র চলে যায়। তবে স্থানীয় লোকজন তাকে খাবার দিলেও কেউ তাকে বিরক্ত করছে না। এই খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পরলে। এটি দেখতে ভীর করছে সাধারণ মানুষ। তবে বিষয়টি সিরাজগঞ্জ জেলা বন বিভাগকে জানানো হয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা বন কর্মকর্তা মামুনুর রশিদ জানান, বাঙ্গালায় হনুমানের উপস্থিতি সম্পকে তারা জানতে পেরেছেন। আসলে ভারত থেকে ঝারখন্ড হয়ে অনেক পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসে। অনেক বনের পাশ দিয়ে ট্রাক চলাচলের সময় দলছুট হনুমান ট্রাকে চেপে বসে এদেশে চলে আসে। পরে ফিরে যাবার পথ হারিয়ে ফেলে। হনুমানটি ভারত থেকে এসেছে বলে তাদের ধারনা। তিনি আরো জানান, হনুমান ধরার সরঞ্জাম জেলা অফিসে নেই। বিষয়টি রাজশাহী বিভাগীয় বন অফিসে জানানো হয়েছে। সেখান থেকে এটিকে ধরার প্রস্তুতি চলছে। তবে তিনি হনুমানটিকে কোনরুপ আঘাত বা বিরক্ত না করার জন্য সংশ্লিষ্ট এলাকার লোকজনকে অনুরোধ জানিয়েছেন।