বরিশাল মহানগরের দপদবিয়া শহীদ আঃ রব সেরনিয়াবাত ব্রীজ সংলগ্ন টোল ঘড়ের সামনে চেকপোষ্ট বসিয়ে বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক সড়কে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব (৮) বরিশাল সদর দপ্তরের একদল র্যাব সদস্য অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, পিকআপ ভ্যান সহ ৫ মাদক সরবরাহ ব্যাবসায়ীকে আটক করেছে। আজ শুক্রবার সকালে বরিশাল র্যাব সদর দপ্তর থেকে মাদকদ্রব্য ফেনসিডিল,আটক আসামী ও পিকআপ ভ্যানের ছবি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় বৃহস্পতিবার সন্ধায় র্যাবের গোয়েন্দা সংবাদ জানতে পারে যশোর থেকে একটি পিকআপ ভ্যান ভর্তি বিপুল পরিমান ফেনসিডিল সহ একটি প্রাইভেটকার পাহারা দিয়ে বরিশাল হয়ে পটুয়াখালীর কুয়াকাটা যাচ্ছে। এরই সংবাদের ভিত্তিতে র্যাব বরিশাল সদর দপ্তরের সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল মহানগরের কোতয়ালী থানাধীন রুপাতলীস্থ দবদবিয়া শহীদ আঃ রব সেরনিয়াবাত ব্রীজ সংলগ্ম টোল ঘড়ের নিকট একটি অভিযানিক চেক পোষ্ট বসিয়ে অবস্থান নেয়। রাত সাড়ে সাতটার দিকে একটি সাদা রংয়ের প্রাইভেট কার ও একটি নীল রংয়ের পিকআপভ্যান চেক পোষ্টের নিকট কাছাকাছি আসার মুহুর্তে র্যাব সদস্যরা গাড়ী থামাবার জন্য সংকেত দিলে চালক গাড়ী থামায় এসময় র্যাব সদস্যরা গাড়ীর দিকে এগিয়ে যেতে দেখে চালক সহ গাড়ীতে থাকা মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালাবার চেষ্টা করে এসময় র্যাবের অন্য সকল সদস্যরা চারদিক ঘিড়ে তাদেরকে আটক করে। আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছেন মোঃ তৌহিদুল ইসলাম (২৫) পিং আব্দুল্লাহ বিশ্বাষ,সাং বেনাপোল ভবের বেড়, (২),মোঃ মেহেদি হাসান (২০), পিং মোঃ আলি কদর,সাং বেনাপোল দূর্গাপুর উভয় থানা যশোর। (৩), মোঃ আলাউদ্দিন (৩৪),পিং মোহাম্মদ আলী, সাং খালিশপুর খুলনা, (৪), মোঃ নাজমুল হাসান সুমন (৩০),পিং মোঃ নজরুল ইসলাম,সাং আঞ্জুমান রোড দৌলতপুর খুলনা, (৫), মোঃ শহিদুল ইসলাম (২৫),পিং মোঃ সামসুল হক, সাং বজ্র বাকসা থানা কলোরোয়া। এসময় আটক ৫ জনের উপস্থিতিতে ও স্থানীয় জনতার সামনে পিকআপ ভ্যান তল্লাশী করে পাঁচশত তেহাত্তর বোতল ফেনসিডিল উদ্ধার করা সহ মাদক বিক্রির নগদ এগারো হাজার টাকা উদ্ধার সহ গাড়ী দুইটি জব্দ করা হয়। এক প্রর্যায়ে র্যাবের জিঞ্জাসাবাদে মাদক ব্যবসায়ীরা স্বীকার করে বলেন, তারা দীঘূদিন যাবত বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থানা এলাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ফেনসিডিল চালান সরবরাহ করে আসছেন। আটককৃর্তদের বিরুদ্ধে মহানগরের কোতয়ালী মডেল থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। উল্লেখ্য র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাত,সন্ত্রাসী, চাঁদাবাজ জঙ্গি দমন,অবৈধ অস্ত্র উদ্ধার,মাদক ব্যবসায়ী ও প্রত্যারক চক্রদেরকে গ্রেফতার জন্য নিরলসভাবে কাজ করার মাধ্যমে দেশের মঙ্গলের জন্য অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে ।