৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে আর সেই শ্লোগানকে সামনে রেখে বর্তমান সময়ে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে স্বরূপকাঠি উপজেলার কৃতি সন্তান মোঃ জাফর ইকবাল নিরব। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা সচিব জাফর ইকবাল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময়ে জাতীয় পার্টি নানান সমস্যার সম্মুখীন। আর সেই কারণে দলের বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এরশাদ তনয়া এরিক এরশাদ দলকে চাঙা করার মিশনে রয়েছে। সেই কারণে দলের শীর্ষ নেতৃবৃন্দ দলের প্রয়োজনে স্বরূপকাঠির কৃত্তি সন্তান মোঃ জাফর ইকবাল নিরবকে কঠিন দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যে। দলের প্রয়োজনে বর্তমান সময়ে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সভা সমাবেশ করে যাচ্ছে যত্রতত্র ভাবে। স্বরূপকাঠি সহ বাংলাদেশের বিভিন্ন বিভাগের সন্মেলন যোগ দিচ্ছেন। আর সেই কারণে চলতি সপ্তাহে ঢাকায় বি এম এ মিলনায়তনে ২০তম সুফি সমাবেশের মহাত্মা সন্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এক এম মোজাম্মেল এমপি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জাফর ইকবাল নিরব। মহাত্মা সন্মেলনের অনুষ্ঠানে বিশেষ নজরে ছিল জাতীয় পার্টির নেতা জাফর ইকবাল নিরব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আগামী সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে আপন মহিমায়। দলের কঠিন দুঃসময়ে জাফর ইকবাল নিরবের মত নেতার মূল্যায়ন হয়েছে। আর সেই সূত্র ধরেই জাতীয় পার্টি প্রতিটি আসনের জন্য প্রার্থী চয়েস করে রাখতে সক্ষম হয়েছে। চলতি সময়ে জাতীয় পার্টির মিশন হল কারো সঙ্গে লেজুড় ভিত্তিক হিসেবে না থেকে এরশাদের রাজনীতির মূলনীতি নিয়ে তিনশো আসেন একক প্রার্থী দেওয়া। যোগ্যতার মাপকাঠি দিয়ে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সভা সমাবেশ করে যাচ্ছে সুকৌশলে জাতীয় পার্টি। এরশাদের মূলমন্ত্র নিয়ে ইতিমধ্যে সমগ্র বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়।উন্নয়নের মূল রূপকার প্রয়াত প্রেসিডেন্ট জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। নিঃসন্দেহে গ্রামের সাধারণ মানুষও অবগত। আর সেই সূত্র ধরেই জাতীয় পার্টি কৌশল অবলম্বন করে প্রার্থী বাছাইও করে যাচ্ছে যত্রতত্র ভাবে। এ ব্যাপারে অনুষ্ঠান শেষে কথা হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা জাফর ইকবাল নিরবের সঙ্গে। তিনি অন লাইন স্বরূপ টিভি সহ বহ ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়াকে বলেন, আমি দলের প্রয়োজনে দলের নির্দেশ পালন করতে সদা প্রস্তুত। পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ আজ নেই কিন্তু তার গড়া দল জাতীয় পার্টি আছে। সেই দলের একজন কর্মী হওয়াও দারুণ ভাগ্যের ব্যাপার। আমি হয়তো সেই কারণে একজন ভাগ্যবান। মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি সুকৌশলে দল গোছাচ্ছে। দলের প্রয়োজনে হয়তো আমাকে (পিরোজপুর নাজিরপুর ও স্বরূপকাঠি) আসনে লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচন করতে হবে। ছারছিনা দরবার শরীফ আমাদের সাবেক পার্টি প্রধান ও সাবেক রাষ্ট্র প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদের প্রিয় স্থান ছিল। আমি সেই পবিত্র স্থান থেকে নির্বাচন করবো। আসলেই আমি দারুণ সৌভাগ্যবান একজন। অবহেলিত স্বরূপকাঠি উপজেলা বরাবরই উন্নয়নে পিছনে। কঠিন বৈশম্যের স্বীকার স্বরূপকাঠি উপজেলার সাধারণ মানুষ। মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি শতভাগ সফলতা অর্জনে ব্যার্থ। জাতীয় পার্টির প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার স্বরূপকাঠি উপজেলা সহ পিরোজপুর ও নাজিরপরকে একটা রোল মডেল হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ তথ্য অনুযায়ী কথা হয় স্বরূপকাঠি উপজেলার মধ্যে পৌর সভা সহ দশটি ইউনিয়নের সাধারণ মানুষের সাথে। স্থানীয় রাজনীতির মাঠে উন্নয়নের ধারায় টিকে থাকতে হলে জাতীয় পার্টির বিকল্প নেই। দলমত নির্বিশেষে বেশীরভাগ লোকজন নাম না প্রকাশের শর্তে বলেন, “এরশাদের বিকল্প নেই বাংলাদেশ রাজনীতিতে”। বিএনপি সরকার ও আওয়ামী লীগের সরকার দেখতে চায় না।পরিবর্তন চায় সমগ্র বাংলাদেশের রাজনীতির মাঠে। আর সেই কারণে স্বরূপকাঠি, পিরোজপুর ও নাজিরপুরের বেশীরভাগ লোকজন বেজায় খুশি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা জাফর ইকবাল নিরবকে পেয়ে। আর সেই কারণে বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে আলোচনা চলছে জোরেশোরে। আর শ্লোগান হল একটিই, “নেতা মোদের জাফর ইকবাল নিরব ভাই, জাতীয় পার্টির বিকল্প নেই “। মাঠে ঘাটে, চায়ের দোকান সহ সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দু জাতীয় পার্টির নেতা জাফর ইকবাল নিরব ভাইকে নিয়ে। যেহেতু আগামী সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। মাত্র নয় মাস পর জাতীয় সংসদ নির্বাচন। আর সেই কারণে জাতীয় পার্টি নিয়ে নুতন প্রজন্মের সন্তানেরা সহ প্রবীণ ও অভিজ্ঞ ভোটাররা মনে প্রাণে দারুণ আশাবাদী। ডিজিটাল যুগে নব দিগন্তের শুভ সূচনা হোক জাতীয় পার্টির নেতা জাফর ইকবাল নিরবের ছারছিনার পূর্ণ ভূমি থেকে। পরিবর্তন আসুক কাজে কর্মে আর সেই প্রত্যাশা নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জাফর ইকবাল নিরব।