কুমিল্লার দাউদকান্দিতে গাড়ির যন্ত্রাংশসহ প্রায় ৫ লাখ টাকার মালামালসহ সঙ্ঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মৃত জাফর শিকদারের ছেলে সোহেল শিকদার(৩২) বরিশাল সদর থানার মুজিব মোল্লা ছেলে আরিফ মোল্লা(২৮) একই থানার মৃত নাসির হাওলাদার ছেলে মিঠু হাওলাদার(২৫) বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারুন হাওলাদারের ছেলে ট্রাক চালক হাওলাদার(৩০) এক প্রেস ব্রিফিংয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঞা জানান গত সোমবার সকাল ভোরে উপজেলার সতানন্দী গ্?াম সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা নামক স্থান থেকে ঢাকামুখী সন্দেহজনক একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট -১৬-৩৩০৫)আটক করে টহলরত পুলিশ। এ সময় পুলিশ আটকৃত ট্রাক তল্লাশি চালিয়ে সৌদি লিকুইড ওয়েল ২৪টি, সৌদি লিকুইড সিএনজি অয়েল ১৭টি, অটো রিক্সার সকেট জাম্পার ২টি, পানির ১২ ভোল্টের ব্যাটারি ছয়টি, চায়না পাউডার ব্যাটারি ৭টি ও ১২ ভোল্টের ছয়টিসহ আরো বিপুল পরিমাণ মালামাল। এ বিষয়ে এস আই আকবর বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।