শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

লামায় গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন লেঃ কর্ণেল শহীদুল ইসলাম

তৈয়ব আলী (লামা) বান্দরবান :
  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তর,এর দিক-নির্দেশনায় বান্দরবান জেলার লামা পৌরসভার ৭ নং ওয়ার্ড মধুঝিরি এলাকায় গরিব, দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। শুক্রবার (১৪এপ্রিল) বিকালে মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলীকদম ব্যাটালিয়ন (৫৭বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় তিন’শত গরিব, দুঃস্থ ও অসহায়দের মধ্যে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়। উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ শহীদুল ইসলাম, পিএসসি, সিগন্যালস্, অধিনায়ক, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল বাছিত,ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, আলীকদম ব্যাটালিয়ন সহ জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, ইক্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামাল উদ্দীন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়ব আলী, সহ গণ মাধ্যমকর্মী, ওয়ার্ড কাউন্সিলর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে সমাজের অসহায়, হতদরিদ্র, দুঃস্থ,অনাথ, ছিন্নমূল ও নি¤œ আয়ের মানুষের সাথে ইফতারি ভাগাভাগির মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতা আরো বৃদ্ধি পাবে।বিজিবি’র এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষজন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com