গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে দরিদ্র ১শত পরিবারের মাঝে ঈদসামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার তারাশী গ্রামে নির্মিত জ্ঞানের আলো পাঠাগারের হলরুমে বসে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১শত দরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, পোলার চালসহ নানা ধরণের ঈদসামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। এ সময় সাংবাদিক মিজানুর রহমান বুলু, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারাশী গ্রামের আমেনা বেগম বলেন, আমি একজন বিধবা মহিলা । আমার কোন ছেলে সন্তান নেই। ৪টি মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি বাড়িতে একা থাকি। ঈদের সময় আগে কোন দিন নতুন কাপড় ও সেমাই, চিনি কিনতে পারি নাই। এ বছর জ্ঞানের আলো পাঠাগার আমাকে সবকিছু দিয়েছে। আমি এবার সুন্দর ভাবে ঈদ করতে পারবো। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, জ্ঞানের আলো পাঠাগার সব সময়ই সেবামূলক বিভিন্ন ধরণের ব্যতিক্রমী কাজ করে থাকেন। এই পাঠাগারটি দীর্ঘদিন ধরে এ উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করছে। তাদের কর্মকান্ড প্রশংসার দাবি রাখে। আমি চাইবো সমাজের সকল বিত্তশালীরা যেন এ ভাবে মানবতার সেবায় এগিয়ে আসেন।