‘মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য’ আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে সবাইকে নিয়ে ঈদ উদযাপন করার উদ্দেশ্যে স্কুলের ৪৫০ জন স্কুল ছাত্রীর মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন মানবতার ফেরিওয়ালা পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি মাসউদুল আলম উচ্ছল। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাসউদুল আলম উচ্ছল মহোদয় এর ব্যক্তিগত উদ্যোগে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নে অবস্থিত পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ে ৪৫০ জন স্কুল ছাত্রীদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি মাসউদুল আলম উচ্ছল এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হারুনার রশিদ হীরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুল, পাইস্কা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল মান্নান, ধনবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নুরুল হক নুরু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাছিরুজ্জামান মিলন সহ বাংলাদেশ ছাত্রলীগ ধনবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক যুগ্ন আহবায়ক, পাইস্কা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিরো এবং ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা বৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্যমণি ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা বলেন, ঈদের আনন্দকে সামনে রেখে দিন-দিন দেশের বিভিন্ন প্রান্তে আগুন লাগছে। কোনো গোষ্ঠী যাতে আগুনের ঘটনাকে কেন্দ্র করে সমাজে বিশৃঙ্খলা করতে না পারে, সেদিকে সবাই খেয়াল রাখবেন। ঈদ সামগ্রী বিতরণের পৃষ্ঠপোষক পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি মাসউদুল আলম উচ্ছল বলেন, ঈদের খুশি ভাগাভাগি করে নিতেই আজকে এই ক্ষুদ্র প্রয়াস। ঈদ আনন্দ সবার। গরীব-দুঃখী মানুষও যেনো ঈদের দিন সেমাই-চিনি খেতে পারেন। ঈদ আনন্দে সামিল হতে পারেন এজন্যই পাইস্কা বালিকা উচ্চবিদ্যাল সহ ধনবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন গ্রামে অসহায় প্রতিবন্ধী দরিদ্রদের মাঝে প্রতি বছরই ঈদের শুভেচ্ছা প্রদান স্বরূপ এক হাজার দু:স্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর বিতরণ করে থাকি। এর মধ্যে ছিল পোলাও চাল ২ কেজি, ১ লিটার তেল, সেমাই ১ কেজি, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ প্যাকেট গুড়া দুধ, গায়ে মাখা সাবান একটি এবং শ্যাম্পু ছয়টি করে, বিতরণ করে থাকি। সমাজে অন্য বিত্তবানদেরও দুস্থ মানুষ কল্যাণে এগিয়ে আসতে হবে। বলে তিনি আহ্বান জানান।