শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন

সরাসরি রাশিয়া থেকে পণ্য নিয়ে এলো আরও এক জাহাজ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে সরাসরি রাশিয়া থেকে ছেড়ে আসা বিদেশি জাহাজ এমভি ইয়ামাল অরলান মোংলা বন্দরে ভিড়েছে।
পণ্য নিয়ে আসা এ জাহাজটি গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে। জেটিতে পণ্য খালাস শেষে তিনদিন পর জাহাজটির মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনসের খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জানান, গত ২৮ মার্চ রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ২ হাজার ৫২২ মেট্রিক টন মেশিনারিজ নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজ এমভি ইয়ামাল অরলান। দুপুর থেকেই জাহাজের ১ হাজার ৩৬০ প্যাকেজে আসা পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। আপাতত খালাস করা পণ্য জেটিতে রাখা হচ্ছে। পণ্য খালাস শেষে শুক্রবার জাহাজটি রাশিয়ার উদ্দেশ্যে মোংলা বন্দর ছেড়ে যাবে।
পণ্য খালাসের তিনদিন পর সড়কপথে এসব পণ্য বন্দর জেটি থেকে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। এর আগে গত ৫ এপ্রিল রূপপুরের মালামাল নিয়ে সরাসরি রাশিয়া থেকে মোংলা বন্দরে এসেছিল বিদেশি জাহাজ ‘এমভি ড্রাগনবল’। তারও আগে আসে জাহাজ ‘এমভি আনকাসান’ ও ‘এমভি কামিল্লা’। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে রাশিয়া থেকে সরাসরি আসতে না পারায় ভারত ট্রানজিট হয়ে মোংলা বন্দরে আসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন মালামালের কয়েকটি চালান।
সাম্প্রতিককালে সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এ কারণে নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারতের হলদিয়া বন্দরে খালাস করছে। পরে তা বাংলাদেশ-ভারত ট্রানজিট চুক্তির আওতায় সেখান থেকে আসছে মোংলা বন্দরে। আবার কোনো কোনো পণ্য হলদিয়া বন্দর থেকে সড়কপথেও আসছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com