শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

কলাপাড়ায় বেকার যুবকদের ভরসা ভাড়ার মোটরসাইকেল

এনামুল হক কলাপাড়া :
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

কলাপাড়া গোটা উপজেলার ভেতর-বাহিরের রাস্তা গুলোয় মোটরসাইকেলে দাপিয়ে বেড়াচ্ছে একদল যুবক। কখনো জরলার গন্ডি পেরিয়ে ছুটছেন অন্য জেলায়।তাতে কারও আপত্তি নেই,বরং সবাই খুশি। খুশি তাদের পরিবার পরিজনও। কারন এটা তাদের পেশা।দুজন যাত্রী নিয়ে গন্তব্যে ছুটে যাওয়া তাদের জীবিকা। এই জীবিকাকে বলে “ ভাড়ার মোটরসাইকেল। ‘ কলাপাড়া উপজেলার এই ভাড়ার মোটরসাইকেল যাত্রী পরিবহনে খুব দ্রুত শীর্ষ স্হান দখল করে নিয়েছেন। বিশেষ করে কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার রাস্তা ঘাট কাঁচা ও পৌরসভার বেশীভাগ রাস্তা মেরামতের অভাবে যাতায়াতের অনুপযোগী বিধায় যানবাহন চলাচলে দারুন ব্যঘাত সৃষ্টি হয়। তাই মোটরসাইকেল পরিবহনটি আরও জনপ্রিয় হয়ে উঠছে। যাত্রী ধারন ক্ষমতা কম হলেও এর দ্রুতগতি আর সহনশীল ভাড়া যাত্রীদের দ্রুত আকৃষ্ট করছে।কয়েক বছর আগেও এসব যুবকরা পরিবারের বোঝা হয়ে ছিলেন। ‘ বাপে খেদানো, মায়ে তাড়ানো। ছেলের মতো অবস্হা ছিল তাদের। আজ তাদের অনেকেই সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছেন। শুধু মোটরসাইকেল চালিয়ে উপার্জিত আয় এদের করেছে সাবলন্বী।বেকার যুবকদের জন্য তারা পরিনত হয়েছেন আয়ের পথ প্রদর্শন। এই পথ প্রদর্শকের একজন মাষ্টার মাহাবুব। এইচএসসি পাস করায় তার এ উপাধি জুটেছে। মাগাবুব বলেন,তিন বছর পির্বেআমি বেকার ঘুরে বেড়াতাম। কিছু দিন বন্ধুদের সাথে ব্যবসা করার চেষ্টা করেছি।কিন্তু সুবিধাকরতে পারেনি।পরে ভাবতে ভাবতে একদিন মাথায় আসে মোটরসাইকেলের কথা। কারন কুয়াকাটা বেড়াতে গিয়ে দেখেছি মোটরসাইকেলের করে যাত্রী পরিবহন করতে।পরে মোটরসাইকেল নিয়ে নেমে পড়লাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com