কলাপাড়া গোটা উপজেলার ভেতর-বাহিরের রাস্তা গুলোয় মোটরসাইকেলে দাপিয়ে বেড়াচ্ছে একদল যুবক। কখনো জরলার গন্ডি পেরিয়ে ছুটছেন অন্য জেলায়।তাতে কারও আপত্তি নেই,বরং সবাই খুশি। খুশি তাদের পরিবার পরিজনও। কারন এটা তাদের পেশা।দুজন যাত্রী নিয়ে গন্তব্যে ছুটে যাওয়া তাদের জীবিকা। এই জীবিকাকে বলে “ ভাড়ার মোটরসাইকেল। ‘ কলাপাড়া উপজেলার এই ভাড়ার মোটরসাইকেল যাত্রী পরিবহনে খুব দ্রুত শীর্ষ স্হান দখল করে নিয়েছেন। বিশেষ করে কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার রাস্তা ঘাট কাঁচা ও পৌরসভার বেশীভাগ রাস্তা মেরামতের অভাবে যাতায়াতের অনুপযোগী বিধায় যানবাহন চলাচলে দারুন ব্যঘাত সৃষ্টি হয়। তাই মোটরসাইকেল পরিবহনটি আরও জনপ্রিয় হয়ে উঠছে। যাত্রী ধারন ক্ষমতা কম হলেও এর দ্রুতগতি আর সহনশীল ভাড়া যাত্রীদের দ্রুত আকৃষ্ট করছে।কয়েক বছর আগেও এসব যুবকরা পরিবারের বোঝা হয়ে ছিলেন। ‘ বাপে খেদানো, মায়ে তাড়ানো। ছেলের মতো অবস্হা ছিল তাদের। আজ তাদের অনেকেই সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছেন। শুধু মোটরসাইকেল চালিয়ে উপার্জিত আয় এদের করেছে সাবলন্বী।বেকার যুবকদের জন্য তারা পরিনত হয়েছেন আয়ের পথ প্রদর্শন। এই পথ প্রদর্শকের একজন মাষ্টার মাহাবুব। এইচএসসি পাস করায় তার এ উপাধি জুটেছে। মাগাবুব বলেন,তিন বছর পির্বেআমি বেকার ঘুরে বেড়াতাম। কিছু দিন বন্ধুদের সাথে ব্যবসা করার চেষ্টা করেছি।কিন্তু সুবিধাকরতে পারেনি।পরে ভাবতে ভাবতে একদিন মাথায় আসে মোটরসাইকেলের কথা। কারন কুয়াকাটা বেড়াতে গিয়ে দেখেছি মোটরসাইকেলের করে যাত্রী পরিবহন করতে।পরে মোটরসাইকেল নিয়ে নেমে পড়লাম।