শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

ফটিকছড়িতে অতিরিক্ত গাড়ী ভাড়া আদায়, যাত্রীদের বিক্ষোভ

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট থেকে ফরেষ্টর দোকান বাজারে সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ করেছে স্থানীয় যাত্রীরা। মঙ্গলবার (৩০ মে) সকালে উপজেলার ফরেষ্টর দোকান এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে ফটিকছড়ি- বারৈয়ারঢালা সড়ক এক ঘন্টা অবরোধ করে মানববন্ধন করেছেন সাধারন যাত্রীসহ স্থানীয়রা। র আগে, গত ১০ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া ও সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের প্রায় ১২০ জন বাসিন্দার স্বাক্ষরিত একটি স্বারকলিপি প্রদান করা হয়। এতে তারা উল্লেখ করেন, ফটিকছড়ি উপজেলা সদরে আসা যাওয়ার জন্য হাইদচকিয়া ফরেষ্টর দোকান হইতে আজিমপুর, হাইদচকিয়া, পাইন্দং এর জনসাধারণ যাতায়াতের একমাত্র মাধ্যম সিএনজি অটোরিক্সা। ফটিকছড়ি বাস ষ্ট্যান্ড হইতে হাইদচকিয়া ফরেষ্টর দোকানের দুরত্ব আড়াই কিলোমিটার! এই দুরত্বের ভাড়া ছিল ১৫/- টাকা মাত্র। হঠাৎ করে গত ২১ এপ্রিল ফটিকছড়ি পৌরসভা সিএনজি অটোরিক্সা সমিতি ও বৃন্দাবনহাট বেবি ট্যাক্সি সমিতির চালকেরা পরস্পর যোগসাজশে ফরেষ্টর দোকান লাইনের ভাড়া ২০/- টাকা ধার্য্য করে দেন। এরপর থেকে জোড়পূর্বক সাধারন যাত্রীদের থেকে ভাড়া আদায় করে। এটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে আন্দোলনরতরা অতিরিক্ত ভাড়া বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এর প্রতিকার চান। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ শতাধিক নানা শ্রেনী পেশার লোকজন। বিষয়ে জানতে চাইলে উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান জানান, ‘সবকিছুতে আমার চালাকরা অসহায়। তারা অতিরিক্ত ভাড়া দাবী করেনি। ২০টাকা ভাড়া পাওয়া তাদের ন্যায্য অধিকার। দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বাড়ছে। চালকরা তাদের সংসার চালাতে হিমসিম খাচ্ছে। ইউএনও মহোদয় আমাকে ডেকেছেন, তিনি আশা করছি এর সুষ্ঠু ব্যবস্থা করে দিবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com