শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

সরকার দেশের অসহায়, দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছে

দেলোয়ার হোসেন রশিদী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণকালে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক

বর্তমান সরকার দেশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের দূস্থ অসাহায় গরীব মানুষ যাতে সমাজে পূণর্বাসিত হতে পারে, সেজন্যে সরকারি যাকাত ফান্ডের অর্থ প্রতি বছরই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রাকিব হাসান এসব কথা বলেন। তিনি আরো বলেন, যাকাত গ্রহীতাদের প্রতি প্রাপ্ত যাকাতের অর্থ উৎপাদন খাতে খরচ করার আহবান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কমানা করে আল্লাহর কাছে দোয়া করার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ করেন। গত ২০ জুন মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থ বছরের আওতায় চট্টগ্রাম জেলা ও মহানগর এলাকার গরীব, অসহায়, দূস্থদের মাঝে সরকারী যাকাত ফান্ডের ২৩,৩২০০০ (তেইশ লক্ষ বত্রিশ হাজার হাজার) বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব বোরহান উদ্দীন মোঃ আবু আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ এনায়েত হোসাইন কর্মকর্তা আব্দুল মতিন সহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com