রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম ::
আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন : আসিফ নজরুল তিস্তার পানি দ্রুত বাড়ছে আজ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানিসম্পদ উপদেষ্টা শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না : মামুনুল হক নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে : উপদেষ্টা আদর্শিক ভিন্নতা থাকলেও সবাই একসঙ্গে জাতি গঠনে কাজ করবে: মঞ্জুরুল ইসলাম জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুরের দাফন ছাত্র-জনতার অদম্য সংকল্প ও প্রত্যয় স্বৈরাচার থেকে আমাদের মুক্তি দিয়েছে

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ উপর নীলিমা জ্যাকব কলেজে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

অশোক সাহা চরফ্যাসন :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় নীলিমা জ্যাকব কলেজের ২০০ শিক্ষার্থীর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপর পরিক্ষা নেয়া হয়। জাতীয় গ্রন্ত্রকেন্দ্র পরিচালক কবি মিনার মনসুর ও সহকারী পরিচালনক এনামুল হক ওই কলেজের ১৭জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন। গতকাল বুধবার সকাল ১০টায় কলেজ কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে এইগুলো বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রর সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্যে রাখেন।ওই সময় কলেজ গভানিং বডির সভাপতি বিভূতি ভূষণ বাবুল, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হোসেন বিপ্লব প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধু ‘অসমাপ্ত আত্মজীবনী বই পড়ে জীবন ও বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এই মূল্যায়ন করা হয়েছে। যাতে করে শিক্ষার্থীরা রাজনৈতিক ইতিহাস জানে, বই পড়ার প্রতি আগ্রহ বাড়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অভিধানস্বরূপ। স্কুল কলেজ বিশ^বিদ্যালয় পর্যাযে বঙ্গবন্ধুর লেখা তিনটি বই শিক্ষার্থীরা চর্চা করলে স্বাধীনতা ইতিহাসসহ সমাজ পরিবর্তনে শিক্ষার্থীরা সহজে কাজ করতে আগ্রহ বাড়বে বলে তারা দাবী করেন।জাতীয় গ্রন্ত্রকেন্দ্র পরিচালক কবি মনসুর বলেন, শিক্ষকেরা বাণিজ্যে মেতে খারাপ হয়ে গেছে। শিক্ষার্থীরা তার ক্লাসে পড়া বুজেনা ওই শিক্ষকেরই কোচিং সেন্টারের বুজাতে স্বক্ষম হয়। এর আসল রহস্য খুজে বের করা দরকার। এছাড়াও বহু শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরিয়ান আছে কিন্তু এর কার্যক্রম নেই।এগুলোর তত্বাবধনে কাজ করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com