কুমিল্লার দাউদকান্দিতে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত ও মানহীন সেবা বন্ধ করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা ও একটি হারবাল প্রতিষ্ঠান এর পরিচালককে আটক করা হয়েছে। বুধবার (২১ জুন) উপজেলার গৌরীপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান। অভিযানকালে লাইসেন্স দেখাতে না পারায় গৌরীপুর-মতলব রোডে দি সেবা মেডিকেল সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়। অপর অভিযানে গৌরীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন কলিকাতা হারবাল নামক একটি প্রতিষ্ঠানে শরীরের জন্য ক্ষতিকর অবৈধ যৌন উদ্দীপক ঔষধ বিক্রির অভিযোগ অত্র প্রতিষ্ঠানের পরিচালক রিপন মিয়াকে আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়মিতই এই ধরনের অভিযান চলছে। এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে।