জাতীয় একটি দৈনিকে আলাদিনের চেরাগ পেয়েছে আশীর্বাদপুষ্ঠ ওরা ১১জন” শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে দাবী করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগ প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন। তিনি বলেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদটি সম্পূর্ন বানোয়াট। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় এমপি সুবিদ আলী ভূঁইয়ার ছবি ব্যবহার করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। তিনি আরো বলেন, এমপি মহোদয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এ ধরনের জঘন্য ঘৃন্য কাজ করা হয়েছে। মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তর পত্রিকা সম্পাদক প্রকাশক ও কুমিল্লা ব্যুরোকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিব, উপজেলা যুবলীগ যুগ্নআহবায়ক হেলাল মাহামুদ, আল আমিন, উপজেলা প্রজম্ম লীগ সভাপতি সোহেল রানা ও ইলিয়টগঞ্জ (উঃ) ইউনিয়ন যুবলীগ সভাপতি আকতার হোসেন মুন্না প্রমুখ।