শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

কেশবপুরে ঈদ-উল-আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় এমপি শাহীন চাকলাদারের

এস আর সাঈদ (কেশবপুর) যশোর :
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০২৩

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকরাদার বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির যে কোন ধরণের ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। বিএনপি আন্দোলনের নামে দেশে আগুন সন্ত্রাস শুরু করেছিল। সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। মানুষ তা ভুলে যায়নি। নতুন করে বিএনপি দেশের আগুন সন্ত্রাস সন্ত্রাস চালানোর পায়তারা করছে। শনিবার সন্ধ্যায় কেশবপুর পৌরসভা, মঙ্গলকোট ইউনিয়ন, কেশবপুর সদর ইউনিয়ন, পাঁজিয়া ইউনিয়ন, সুফলাকাটি ইউনিয়ন ও গৌরীঘোনা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদুল আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম। কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ হল রুম, বাজা ইউনিয়ন পরিষদ হল রুম, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ও ভেরচী মুক্তিসংঘ কার্যালয়ে অনুষ্ঠিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বজলুর রহমান, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার অরুণ কুমার দে, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, কেশপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনসুর আলী, যুগ্ম আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক এস এম মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহীদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফফার গফুর, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন মুন্না, মাসুদুর রহমান প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com