বরিশাল সোনারগাঁও ট্রেক্সটাইলে ষড়যন্ত্রমূলক শ্রমিক ছাঁটাই-হয়রানি বন্ধ করা ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা সহ ৮ ঘন্টা কর্মঘন্টা ও ২০১৮ সালের সরকারী গ্রেজেড ঘোষিত বেতন স্কেল চালু করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল সোনারগাঁও ট্রেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। সোমবার (৩ই জুলাই সকাল সাড়ে ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোনারগাঁও ট্রেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহবায়ক মাসুম গাজীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ.মনিষা চক্রবর্তী। এসময় আরো বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সম্পাদক মোঃ ইমরান হাওলাদার, রফিকুল ইসলাম, দুলাল মল্লিক, হাবিবুর রহমান, মুকুলী বেগম, মনির হোসেন, বাসদ সদস্য সন্ত্রুমিত্র, জসিম হাওলাদার, শ্রমিক ফ্রন্ট নেতাশহিদুল ইসলাম শহিদ, সাবেক সভাপতি বেল্লাল গাজী ও সাবেক সম্পাদক নুরুল হক প্রমুখ। পরে তারা তাদের ন্যায় দাবী আদায়ের লক্ষে জেলা প্রশাসক দপ্তরে স্বারকলিপি প্রদান করেন। এর পূর্বে নগরীর ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করে শহরের বিভিন্ন সগক প্রদক্ষিণ করে টাউন হল সম্মুখ সড়ক সদররোডে এসে শেষ হয়।