কুমিল্লার দাউদকান্দিতে ২০২২-২৩ অর্থ বছরের মাতৃকালীন ভাতা প্রাপ্তদের মধ্যে ভাতা প্রদান করা হয়েছে। বুধবার (৫ জুলাই) গৌরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৮৮ জন ভোক্তভোগীদের মাঝে এই ভাতা প্রদান করা হয়। গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান মিয়া সরকারের সভাপতিত্বে ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান। ভাতা প্রদান কালে প্রধান অতিথির মো.মহিনুল হাসান বলেন, দরিদ গর্ভবতী মা ও শিশুর পুষ্টি ঘাটতি নিবারণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে মাতৃত্বকালীন এই ভাতা প্রদান কর্মসূচী চালু করেছেন। আপনার সকলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। সভাপতির বক্তব্যে মো.নোমান মিয়া বলেন,আওয়ামী লীগ ক্ষমতা থাকলে এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হয়। তাই চলমান সকল উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মত ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। জানা যায়, মাতৃগর্ভ অর্থাৎ শূন্য থেকে ৪ বছর বয়স পর্যন্ত শিশুর পুষ্টির চাহিদা, মনো-সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের উপর গুরুত্ব দিয়ে এই ভাতা প্রদান কর্মসূচির রুপরেখা প্রনয়ন করা হয়েছে। কর্মসূচিটি মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু হ্রাস, শীর্ণকায় ও খর্বাকার শিশুর সংখ্যা কমিয়ে আনা এবং শিশুর বুদ্ধি বৃত্তিক বিকাশের মাধ্যমে দেশের ভবিষ্যত মানবসম্পদ তৈরিতে অবদানের উদ্দেশ্যে বাস্তবায়ন করা হচ্ছে। ২০০৭-২০০৮ অর্থ বছর থেকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি শুরু করা হয়। বর্তমানে ৪২৬ টি উপজেলায় এই কর্মসূচি চলমান। এই কর্মসূচিতে একজন দরিদ্র গর্ভবতী মা প্রথম অথবা দ্বিতীয় যে কোন এক সন্তানের জন্য এই ভাতা প্রদান কর্মসূচির আওতায় বর্তমানে ৩৬ মাস ৮০০ টাকা হারে ভাতা পাচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সমীর আলম, সাধারণ সম্পাদক অদুদ সরকার, যুবলীগ নেতা মমিনুল হক, ইসমাইল সরকার, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো: রুবেল মোল্লাসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।