শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

জেলা কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

অছাত্র, নিস্ক্রিয় ও চাকুরীজীবীদের নিয়ে গঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিত নেতা কর্মীরা। শনিবার (২ সেপ্টেম্বর) পটিয়া-আনোয়ারা-বাশঁখালী (পিএবি) সড়কের ক্রসিং মোড়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী, জিয়াউল হক জোনাইদ, আজিম উদ্দিন, আরিফুল ইসলাম রনি, ইমরান হোসেন, গাজী রিফাত, কায়দুল ওয়াদুদ জিহান, আব্দুর রহিম মাহী, শাহরিয়ার চৌধুরী মহিম, রাকিব হামজা, ইয়াসিন আরাফাত ইমন, ইমন আহমেদ সহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী বলেন, গত ১১ আগস্ট দক্ষিণ ছাত্রদলের ৪২ সদস্যের ঘোষিত আহ্বায়ক কমিটিতে যারা আছেন তাদের অনেকেরই ছাত্রত্ব নেই। কমিটি ঘোষণাকালে আমি ঢাকা মহাসমাবেশে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলখানায় ছিলাম। বিবাহিত, সন্তানের বাবা, প্রবাসী ও ব্যাংক-বিমা প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। বিএনপি নেতা মাহবুবর রহমান শামীম ও এনামুল হক এনাম দক্ষিণ জেলা বিএনপিতে নিজেদের একটি বলয় গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে ছাত্রদলকে ধ্বংস করতে এই কমিটি করেন। এর আগে, তৃণমূলের নেতাকর্মীরা গত ১৩ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘোষিত এই কমিটির বিরুদ্ধে কেন্দ্রকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। কিন্তু সেই আল্টিমেটাম পার হয়ে বেশ কিছুদিন অতিবাহিত হলেও এই কমিটি বাতিল করা হয়নি। কমিটি বাতিল না হওয়ায় গত ২৬ আগস্ট ছাত্রদলের নেতাকর্মীরা দোস্ত বিল্ডিংস্থ দক্ষিণ জেলা বিএনপির প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। অন্যদিকে, বিগত দেড় বছর নেতৃত্ব শূন্য থাকার পর গত ১১ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ৪২ সদস্যের এ কমিটিতে পটিয়া উপজেলার রবিউল হোসেন রবিকে আহ্বায়ক ও কর্ণফুলী উপজেলার কামরুদ্দীন সবুজকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটি ঘোষণার পর থেকে তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ ঐ কমিটি বাতিলের জন্য বিক্ষোভ মিছিল করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com