শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

শরণখোলায় রোপা আমন খেতে ব্যাপক পোকার আক্রমণ

শরণখোলা আঞ্চলিক অফিস :
  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

শরণখোলায় রোপা আমন খেতে ব্যপক পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকায় ধান গাছের পাতা খেয়ে নষ্ট করে ফেলছে। কৃষকরা বাজার থেকে কীটনাশক কিনে খেতে স্প্রে করে কোন ফল পাচ্ছেনা বলে অভিযোগ করেছেন কৃষকরা। গত কয়েকদিন ধরে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা, বকুলতলা, দক্ষিণ তাফালবাড়ী, দক্ষিণ সাউথখালী, রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা, চালিতাবুনিয়া, লাকুড়তলা, খোন্তাকাটা ইউনিয়নের মধ্যখোন্তাকাটা, মঠেরপাড়, গোলবুনিয়া, ও ধানসাগর ইউনিয়নের রাজাপুর, বাধাল, খেজুড়বাড়ীয়া গ্রামসহ উপজেলার বিভিন্ন গ্রামের রোপা আমন ও ইরি ধান খেতে ব্যপক লেদা, গুড়ি ও পাতামোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকায় সদ্য লাগানো ধানের চারা গাছের পাতা খেয়ে নষ্ট করে ফেলছে। চালিতাবুনিয়া গ্রামের কৃষক ফজলু জোমাদ্দার বলেন, পোকায় তার চাষ করা ২৫ কাঠা জমির ধান গাছ নষ্ট করেছে। চালরায়েন্দা গ্রামের কৃষক দেবাশীষ দাস, সোনাতলা গ্রামের আবু রাজ্জাক আকন, মধ্যখোন্তাকাটা গ্রামের সাইদুর রহমান মুন্সি, আঃ খালেকসহ অনেক কৃষক বলেন, বাজার থেকে আর্টিমা প্লাস, সমিক্রন, কাটাপ ও বায়াকো জাতীয় কীটনাশক কিনে খেতে স্প্রে করা হলেও তাতে পোকা মরছেনা। অচিরে পোকা দমন করা না গেলে এবছরের আমন উৎপাদন কমে যাবে বলে কৃষকরা জানান। ২নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, তার ইউনিয়নের বিভিন্ন ধান খেতে পোকা লেগেছে এবং পোকা দমনে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের খোঁজ খবর নিচ্ছেন। শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, পোকা দমনে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ে সার্বক্ষনিক কৃষকদের পরামর্শ দিয়ে চলেছেন। বর্তমানে ধান খেতের এ পোকা তেমন ক্ষতি করতে পারবেনা বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com