রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
জিয়ানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর কমিটি গঠন আল-আমিন সভাপতি, জুয়েল রানা সাধারন সম্পাদক মালিকানা দ্বন্দ্বে বন্ধ আরনু জুটমিল, দিশেহারা শ্রমিকরা টঙ্গী সাব-রেজিস্ট্রার দলিল লিখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক বকুল পটুয়াখালীতে সদর উপজেলা বিএনপির জনসমবেশ ও জনসমুদ্র গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকান ঘরে নিহত-১, আহত-৬ অবশেষে যানজট মুক্ত হচ্ছে তিলোত্তমা শহর নওগাঁ খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম

ইংল্যান্ডের বিপক্ষে হারের কারণ জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের পরের ম্যাচে বিবর্ণ বোলিং ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে বড় হার দেখতে হয়েছে টাইগার বাহিনীর। বলা চলে, ইংলিশ পরীক্ষায় ভরাডুবি হয়েছে সাকিব আল হাসানদের। এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার দলপতি জানালেন, শুরুতে উইকেট হারানোই পরাজয়ের অন্যতম কারণ। এছাড়া ম্যাচশেষে পুরস্কার বিতরণীতে ভালোগুলো নিয়ে সামনে এগোনোর প্রত্যয় ব্যক্ত করেছেন সাকিব।
ইংল্যান্ডের বিপক্ষেট টসে জিতে ব্যাট করা নিয়ে বলেন, ‘টস জিততে পারাটা ভালো ছিল। গতকাল রাতেও কিছু বৃষ্টি হয়েছে। আমাদের শুরুটা ভালো হয়নি, বিশেষ করে প্রথম দশ ওভার। আমরা দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা দেরি হয়ে গিয়েছিল। আপনি যখন প্রথম দশ ওভারেই চার উইকেট হারিয়ে ফেলবেন তখন ৩৫০ রান তাড়া করা অসম্ভব। আমরা উইকেট নিতে ব্যর্থ হওয়ায় মোমেন্টামটা ওদের দিকে চলে যায়। আমরা যতক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি তৎক্ষণে দেরি হয়ে গেছে।’’ বড় রান তাড়া করতে নেমে হোঁচট খায় বাংলাদেশ। এই নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘শুরুর ১০ ওভারেই ৪ উইকেট হারিয়ে ফেললে ৩৫০ রান আপনি করতে পারবেন না। এই মাঠে ৩২০-৩৩০ রান তাড়ায় আপনি আশা দেখতে পারেন। তেমনটাই আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু মাঠে আমরা সেটি করে দেখাতে পারিনি।’ এদিকে এমন হার থেকে ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন সাকিব, ‘লম্বা একটা টুর্নামেন্ট। আমাদের সামনে বেশ কিছু কঠিন ম্যাচ আছে। আজকের এই হারের পর আমাদের ভেঙে পড়লে চলবে না। আজকের ম্যাচের ইতিবাচক বিষয়গুলো খুঁজে নিয়ে সামনের ম্যাচগুলোতে খেলতে হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com