সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন

সূর্যগিরি আশ্রম সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিযোগিতা

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বাগীশিক পাইন্দং ইউনিয়নের অন্তর্ভুক্ত সব নৈতিক ও গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণালী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগীতায় গীতাপাঠ, কুইজ, সংগীত, উপস্থিত বক্তব্য ও নৃত্য সহ পাঁচটি বিষয়ের উপর মোট ১১২ জন প্রতিযোগী অংশ নেয়। এতে বিচার কার্য্যের জন্য দুটি প্যানেলের মধ্যে প্রথম প্যানেলে শিক্ষক পার্থ ঘোষ, কেন্দ্রীয় সদস্য বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ, শিক্ষক টিটু কুমার মহাজন, সভাপতি বাগীশিক ভুজপুর ইউনিয়ন সংসদ, শিক্ষক প্রবীর কুমার আচার্য্য, সাধারণ সম্পাদক ভুজপুর বাগীশিক ইউনিয়ন সংসদ, দ্বিতীয় প্যানেলে জয়া গুহ, কক্সবাজার বেতার কেন্দ্র, কন্ঠ শিল্পী অগ্নিলা শর্ম্মা দিয়া, বি এ (অনার্স) সংগীত বিভাগ চঃ বিশ্ববিদ্যালয় ও শিক্ষক সুমিত বড়ুয়া, সদস্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ফটিকছড়ি উপজেলা শাখা, দায়িত্ব পালন করেন। পুজা উদযাপন পরিষদের সভাপতি, আশ্রমের অধ্যক্ষ লায়ন ডাঃ বরুন কুমার আচার্য্যের সভাপতিত্বে, পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের অধ্যক্ষ শিক্ষিকা অর্চ্চনা রানীর সমন্বয় ও সাধারন সম্পাদক রতন কুমার আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন বাগীশিকের সভাপতি বাবু দেবাশীষ দেব, সহ সভাপতি ও পুজা উদযাপন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক পন্ডিত তরুন কুমার আচার্য্য কৃষ্ণ, বিদ্যাপীঠ শিক্ষিকা রুপনা আচার্য্য, রনি দে, ধীমান শীল, সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল দে, উপদেষ্টা ডাঃ সুশীল কান্তি আচার্য্য, পরিমল সুত্রধর, সাংগঠনিক সম্পাদক নয়ন দাশ, সহ সাংগঠনিক সম্পাদক বিমল দাশ, প্রচার সম্পাদক পিকলু দাশ, আশ্রম উপদেষ্টা বিজন শীল, আপ্যায়ন সম্পাদক রনধীর শীল, মানিক বড়ুয়া, ভান্ডার রক্ষক লালু চক্রবর্ত্তী, বাবু রতন দাশ, প্রচার সম্পাদক সমীর দাশ, আপন শীল, অভিভাবক মন্ডলী, দর্শনার্থী, দর্শক সহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মধ্যাহ্ন ভোজের পর আবারো অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শেষে বিচারক মন্ডলীদের সম্মাননা প্রদান করা হয়। বিজয়ীদের মহাসপ্তমীর দিন বিকাল ৩টা হতে পুরষ্কার বিতরন করা হবে। সেদিন বহু গন্যমান্য ব্যাক্তি, সাংসদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, পুজা পরিষদ ও বাগীশিকের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ বিভিন্ন অতিথি উপস্থিত থাকবেন। সেদিন লায়ন্স ক্লাব ফটিকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com