বিশ্বকাপে গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কলকাতায় আগামী শনিবার নেদারল্যান্ডসের সঙ্গে পরবর্তী ম্যাচ। স্বাভাবিকভাবেই এখন দলের সঙ্গে পরবর্তী ম্যাচ নিয়ে অধিনায়ক সাকিব আল হাসানের ভাবার কথা। কিন্তু বাংলাদেশ দল সেখানে পৌঁছে গেলেও বামহাতি অলরাউন্ডার দলের সঙ্গে কলকাতা যাননি! আবারও সবাইকে চমকে দেওয়ার মতো ঘটনার জন্ম দিয়েছেন তিনি। হুট করে বুধবার সকালে দেশে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। দুপুরে তাকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দেখা গেছে। সম্পূর্ণ ঘটনা পুরোপুরি জানা না গেলেও তাকে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে। যতদূর জানা গেছে আগামী ২৭ অক্টোবর তিনি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন।
গত বিশ্বকাপের আগেও ছোটবেলার গুরু সালাউদ্দিনের সঙ্গে একান্তে অনুশীলন করেছিলেন তিনি। এরপর বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করতে দেখা গেছে তাকে। ইংল্যান্ড বিশ্বকাপে ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন সাকিব। একবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সাকিব হুট করে দেশে ফিরেছিলেন। ওই সময় সাকিবের ব্যাড-প্যাচ চলছিল। এবারের বিশ্বকাপেও ব্যাট হাতে সফল নন তিনি। তুলেছেন মাত্র ৫৬ রান। স্কোরগুলো ছিল এমন ১৪, ১, ৪০ ও ১! বল হাতে যদিও সফল ছিলেন। নিয়েছেন ৬ উইকেট।