প্রতি বছরের ন্যায় বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের কেন্দ্রীয় দুর্গা মন্দির চত্বরে লক্ষ্মী প্রতিমার বাজার বসেছে। শনিবার লক্ষ্মীপুঁজো অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার পাঁচদিন পর অন্নপূর্ণা দেবী মা লক্ষ্মীর পূজা অনুষ্ঠিত হয়। এদিন সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। মা লক্ষ্মী হলেন ধন-সম্পদের দেবী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। লোক বিশ্বাস আছে, পূঁজায় মা লক্ষ্মী খুশি হলে পূজারীর খাবার অভাব হয়না। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রাম থেকে তুলসী পাল সহ বিভিন্ন এলাকা থেকে ৫ জন পাল মহাশয় তাদের তৈরী কয়েক হাজার প্রতিমা নিয়ে এসেছেন চিতলমারী সদরে। এব্যপারে তুলসী পাল জানান, প্রতিটি প্রতিমা তিনি তিনশ থেকে ছয়শ টাকায় বিক্রি করছেন। প্রতিবছর এসময় তারা চিতলমারী আসেন। এলাকার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সাশ্রয়মুল্যে এখান থেকে লক্ষ্মী প্রতিমা ও পুঁজোর উপকরন কিনে বাড়ীতে ফিরছেন।