ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত মেলার আয়োজক ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। শিশু শিক্ষার্থীরা আমাদের যাপিত জীবনের নানাবিধ প্রয়োজন ও জিজ্ঞাসা নিয়ে বিজ্ঞান ভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন। গত ৭ নভেম্বর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল-দিয়াবাড়ি ক্যাম্পাসের প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার। উদ্বোধন শেষে অতিথিরা বিজ্ঞান মেলার প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং প্রদর্শিত প্রকল্পের নানা দিক নিয়ে কথা বলেন ক্ষুদে বিজ্ঞানীদের সাথে।