শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

আজ কাজে যোগদান করবেন নতুন উপাচার্য

শাহীন আলাম, জবি প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে শনিবারও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে যোগদান শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কথা বলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সাদেকা হালিম। এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের বলেন, বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্থবিরতা রয়েছে। বিশেষ করে প্রশাসনিক যেসব জটিলতা রয়েছে এসব দ্রুত সমাধান করার জন্য শনিবারে দপ্তর খোলা থাকবে। আমি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শনিবারে অফিস করব। উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক সংকট রয়েছে সেগুলো আমাদের সবার জানা। এসব সমস্যা একেক করে সমাধান করা হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন ক্যাম্পাস ও হলের বিষয়টি ভাবতে হবে।
উপাচার্য আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গুনগত শিক্ষা ও গবেষণা বাড়াতে হবে। আর এর মাধ্যমেই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। এজন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের সহযোগিতাও প্রত্যাশা করি।
জবি ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রানা ইসলাম,সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দা মাইশা জামান। গত ৩০ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে ২০২৩-২৪ সালের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচিত সভাপতি রানা ইসলাম অর্থনীতি বিভাগের ১৪তম ব্যাচের এবং সাধারণ সম্পাদক সৈয়দা মাইশা জামান অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান মডারেটর প্রফেসর ড. মোঃ মহিউদ্দিন সহ সহকারী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক এ কমিটি ঘোষণা করেন। তারা নতুন কমিটিতে ক্লাবের সাফল্য ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচিত সহ-সভাপতিদের মধ্যে রয়েছেন শাফকাতুল আজম, কাজী তাহসিন মাহমুদ ও শাফায়াত আরদিত নাবিল। এছাড়া কোষাধ্যক্ষ পদে আবদুল্লাহ আল মাহিম, স্টেকহোল্ডার রিলেশনস সেক্রেটারি পদে মাশরাফ জাহান শাইক, গাজী মোঃ আশফিক, মুশফিকুর রব তুর্জ, মালিহা তাসনিম, আতকিয়া ফারিহা জিহান, যুগ্ম সম্পাদক পদে শামীমা আফরোজ মুন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি রানা ইসলাম বলেন, সভাপতি হিসেবে আমার উপর আস্থা রাখায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ক্যারিয়ার ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে একুশ শতকের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদেরকে প্রস্তুত করতে কাজ করবো। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামুলক বিভিন্ন সফট স্কিল ও হার্ড স্কিল অর্জন করে একজন শিক্ষার্থী যেন প্রফেশনাল ওয়ার্ল্ড এ নতুন হিসেবে অন্যদের চেয়ে নিজেকে এগিয়ে রাখতে পারে সে লক্ষ্যেই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের শিক্ষার্থীদের জন্য কাজ করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com