শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

স্বাধীনতা পুরস্কারে ভূষিত-বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৭৫তম জন্মদিনে পরম শ্রদ্ধা

শাহ বুলবুল:
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ সাল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৭৫তম জন্মদিন আজ। ১৯৪৯ সালের এই দিনে আব্দুল লতিফ ভূঁইয়া এবং তাবেন্দা আক্তার’র ঘর আলো করে পৃথিবীতে আসেন বাংলা মায়ের বীর সন্তান খাজা নিজামউদ্দিন ভূঁইয়া। ছয় ভাই আর তিন বোনের মধ্যে বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া ছিলেন বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বীর উত্তম নিজামউদ্দিন ভূঁইয়ার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নে। ১৯৭১ সালে যুদ্ধকালে তার অকুতোভয় রণকৌশলের জন্য সহযোদ্ধারা তাকে ডাকতেন ক্যাপ্টেন নিজাম নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের শিক্ষার্থী আমাদের ক্যাপ্টেন নিজাম ভালো কবিতা লেখার পাশাপাশি গান ও গিটার বাদনেও ছিলেন বেশ পারদর্শী। সিলেট অঞ্চলের ৪ নম্বর সেক্টরের সাব-সেক্টর জালালপুরের যুদ্ধ পরিচালনার জন্য প্রথমে সাব-সেক্টর সেকেন্ড ইন কমান্ড এবং পরবর্তীতে সাব-সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করেন।
১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর কানাইঘাটের আটগ্রাম সড়কের বাজারের খুব কাছে ক্যাপ্টেন নিজামের নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধারা একটি সেতু ধ্বংস করে। এসময় দলখরদার পাকিস্তানী বাহিনীর একটি দল কাছেই অবস্থান করছিলো এবং মুখোমুখি যুদ্ধে পাকিস্তানী বাহিনীর ব্যাপক ক্ষতিসাধন হলেও বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন বাংলা মায়ের সাহসী সন্তান খাজা নিজামউদ্দিন ভূঁইয়া। সিলেটের মুকামটিলায় রয়েছে বীর যোদ্ধার সমাধিস্থল এবং তাঁর স্মৃতি ধরে রাখতে পুরো অঞ্চলটির নাম করন করা হয় নিজামনগর। স্বাধীনতার যুদ্ধে খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার সাহসী আত্মত্যাগের জন্য বাংলাদেশ সরকার তাকে ‘বীর উত্তম’ খেতাব প্রদান করেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বাংলা মায়ের এই অগ্নি সন্তানকে ২০২৩ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও ২০২১ সালে এই মহান বীরের ৫০তম মৃত্যুবার্ষিকী পালনকালে শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া স্মৃতি সংসদের উদ্যোগে প্রকাশ করা হয় স্মারকগ্রন্থ ‘নিশ্চিত সংগ্রামের শপথ’ যেখানে দেশবরেণ্য ব্যক্তি ও তাঁর সহযোদ্ধারা খাজা নিজামউদ্দিন ভূঁইয়াকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৭৫ তম জন্মদিনে তাঁর জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ভাই এবং মাইলস্টোন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.)। আমাদের সকলের পক্ষ থেকেও এই মহান বীর সন্তানের জন্য পরম শ্রদ্ধা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com