চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী সংগঠন শাহনগর প্রগতি সংঘের ২৬ তম ক্রীড়া আসর প্রগতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের” জমকালো ফাইনাল খেলা ও সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে শাহনগর ইসলামিয়া বাজারস্থ প্রগতি স্পোর্টস গ্রাউন্ডে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাফর আলম, প্রধান আলোচক ছিলেন লেলাং ইউপি প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, আজীবন পৃষ্ঠপোষক সম্মাননা অতিথি ছিলেন মাহাবুবুল আলম, আলোকিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা দলিল লিখক সমিতির সহ সাধারণ সম্পাদক আকতার হোসেন, সংবর্ধিত অতিথি ছিলেম চট্টগ্রাম উয়িংস ওমানের যুগ্ম আহবায়ক দিদারুল আলম ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ক্লাব উপদেষ্ঠা শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শফি, পৃষ্ঠপোষক আলমগীর হোসেন বাহাদুর, ইউপি সুদস্য ইউনুচ, জয়নাল আবেদীন চৌধুরী, মোহাম্মদ হানিফ, আবু বক্কর, শফিউল আজম, ব্যবসায়ী খোরশেদ, ডা: সুজন, ছরোয়ার উদ্দীন, বাহাদুরসহ প্রতিনিধি ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তি বর্গ। ক্লাব সাধারণ সম্পাদক মোস্তফা কামরুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভাপতি মাসুদ করিম, সার্বিকতত্বাবধানে ছিলেন টুর্ণামেন্ট আহবায়ক জাহিদ মির্জা, সচিব হাসান, সমন্বয়কারী নজরুল, গিয়াস, সাহেদ, ডা: মুজাম্মেল, সাজ্জাদ, রায়হান, সুমন, সাইদুল, জুয়েল, রিপন, আরাফাতসহ ক্লাব সদস্যবৃন্দ। ফাইনাল খেলায় দীঘির পাড় ফ্রেন্ডস ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাদী নগর একতা যুব সংঘ। উল্লেখ্য, শাহনগর প্রগতি সংঘ ১৯৯৩ সালের প্রতিষ্ঠার পর প্রতি বছর প্রগতি মেধা বৃত্তি আয়োজন, ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গরীব শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান, বৃক্ষরোপন কর্মসূচি, ১৭ বার ক্রিকেট টুর্ণামেন্ট, ৮ বার ব্যাডমিন্টন টুর্ণামেন্টেসহ দীর্ঘ ৩১ বছর যাবত ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবামুলক কাজে নিয়োজিত আছে সরকারের সমাজসেবা অধিদপ্তরের রেজিস্টেশনভুক্ত এই ঐতিহ্যবাহী সংগঠন।