শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

আসছেন সুইডেনের রাজকন্যা, উৎসবের রঙে সেজেছে খুলনা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪
রাজকন্যা ভিক্টোরিয়া (ফাইল ছবি)

সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়ার আগমনকে ঘিরে খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় উৎসব আমেজ বিরাজ করছে। উপজেলা প্রশাসন তাকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পুরো কয়রাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার-পরিছন্ন করা হচ্ছে। রাজকন্যার পরিদর্শনের স্থানগুলো গোছানোর কাজও চলছে জোরেশোরে।
মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন এবং উপকূলীয় অ লে জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশন কার্যক্রম, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অগ্রগতি ও চলমান কয়রার দুর্যোগকবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করবেন রাজকন্যা ভিক্টোরিয়া।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফিন বলেন, ‘জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে আগামী ১৮ থেকে ২১ মার্চ সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া বাংলাদেশে অবস্থান করবেন। এর মধ্যে ১৯ মার্চ তিনি সুন্দরবন-সংলগ্ন উপকূলীয় অ ল খুলনার কয়রা উপজেলার কয়েকটি স্থান পরিদর্শন করবেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমনে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’ কয়রার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম তারিক-উজ-জামান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাষ্ট্রীয় অতিথিকে বরণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com