শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

আমি মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করতে চাই-মতিয়া চৌধুরী

নকলা (শেরপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, “সামনে ঈদ ‘ কিছু উপহার দিয়ে আমি মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করতে চাই “ প্রতিবছরই আমার সাধ্যমত দেওয়ার চেষ্ঠা করি। পড়ালেখায় ভাল করেছে সেসব শিক্ষার্থীদের প্রণোদনা দেই। এতে করে শিক্ষার্থীরা উপকৃত হয় এবং পড়ালেখায় আরো উৎসাহ পায়, অন্যদিকে শউপহার দিলে সাধারণ মানুষের উপকার হয়। তারা ঈদের আগে ও ঈদে আনন্দ পাবে তাতে আমরা উপকৃত হই এবং দেখে আনন্দ পাই বুধবার (৩ এপ্রিল) সকালে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীর মাঝে শাড়ী, থ্রি পিস ও হতদরিদ্রদের মাঝে শার্ট, শাড়ি, টাওজার গেঞ্জি বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা থানা (ওসি) কাদের মিয়া সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং জেলা,উপজেলা, নকলা প্রেসক্লাবের সাংবাদিক নূর হোসেন, রেজাউল হাসান সাফিত সহ বিভিন্ন কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বুধবার ও বৃহস্পতিবার তিনি নিজস্ব তহবিল থেকে নকলা ও নালিতাবাড়ী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার অষ্টম, নবম শ্রেনির প্রথম ১০ শিক্ষার্থীদের মাঝে থ্রি পিস এবং প্রধানমন্ত্রীর ত্রাণে তহবিল হতে প্রাপ্ত সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার নবম শ্রেনির প্রথম ৪ শিক্ষার্থীদের মাঝে সিনথেটিক শাড়ী, থ্রি পিসসহ ২৭০৪টি উপহার বিতরণ করবেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের গরীব ও অসহায়দের মাঝে শাড়ী, ট্রাউজার, টিশার্ট ও শার্ট সহ ২৬০০টি উপহার বিতরন করবেন। তিনি আগামী বৃহস্পতিবার রাতে নকলা থেকে সড়কপথে নিজ বাসভবন ঢাকার রমনা এ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেবেন । সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর একান্ত সচিব মোহাম্মদ শাহজালালসহ অন্যান্য কর্মকর্তারা তার সফরসঙ্গি হবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com