গলাচিপা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি আয়োজনে ইউ,সি,সি,এ লিঃ সমবায় সমিতি, ইউনিয়ন পরিচালক, ম্যানেজার ও সমবায়ীদের নিয়ে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত ৯৯ লক্ষ ৭০ হাজার টাকার বাজেট পেশ এবং ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পাশ সহ সকল সমিতির আয়-ব্যয়, সঞ্চয়, সমিতির উন্নয়ন বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন ভবনে বুধবার (০৩ এপ্রিল) বেলা ১১ টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বারবার নির্বাচিত ইউ,সি,সি,এ লিঃ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মু. মজিবর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান মু. শাহিন। প্রধান বক্তা হিসেবে সমবায়ীদের অগ্রগতি, ঋণ কার্যক্রম সহ আগামী সময়ে উপজেলার সকল সমবায়ীদের কৃষি সম্পর্ক যুক্ত বিভিন্ন কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে বক্তব্য রাখেন সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। সার্বিক বিষয়ে সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আকরামুজ্জামান, সমবায় কর্মকর্তা মো. কামরুল আহসান মিঞা, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় ৩ (তিন) জন সমবায়ীদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা হলেন শ্রেষ্ঠ সমিতি জয়মানিক কেএসএস এর প্রধান মো. হারুন-অর-রশিদ, শ্রেষ্ঠ ব্যবস্থাপক আবুল কালাম আজাদ ও শ্রেষ্ঠ সমবায়ী মো. চাঁন মিয়া প্যাদা। অনুষ্ঠানে বিভিন্ন সুধি বিআরডিবি এর প্রতিনিধিরা অংশ নেয়।