দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খুদে অ্যাথলিট বাছাই করে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অনূর্ধ্ব ১৫ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। সারা দেশের প্রতিভাবান বালক-বালিকা অ্যাথলিট বাছাই করে আটটি বিভাগীয় দল নিয়ে জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি সাভারে দিনব্যাপী এ আয়োজন করে। বালকদের ৪০০ মিটার দেড়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে ঝিনাইদহের মোহাম্মদ আল-জাছির। এছাড়াও জাতীয় পর্যায়ে আল- জাছির ৮০০ মিটার দেšড়ে ২য় স্থান অধিকার করে সকলের নজরও কেড়েছে। সে কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র এবং বারপাখিয়া গ্রামের প্রবাসী জসীম ও মলিনা খাতুন দম্পতির বড় ছেলে। গ্রামের মেঠো পথে বেড়ে উঠা জাছির ছোট বেলা থেকেই ক্লাসের বন্ধুদের কাছে অতি পরিচিত মুখ,বরাবর খেলাধুলার প্রতি আগ্রহ ছিল তার বেশি, যে কারণে তার মাদ্রাসার শিক্ষক,ছাত্র-ছাত্রী ও এলাকার সকলে আজ তাকে নিয়ে গর্ব করে। এ্যাথলেটিকস পরিবারে বেড়ে উঠা জাছির প্রবাসী বাবা মায়ের স্বপ্ন পূরনে অলিম্পিকে স্বর্ন জয়ের স্বপ্ন দেখে। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় অনুসন্ধান এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার জন্য বিশেষভাবে কাজ করে যাচ্ছে ক্রীড়া পরিদফতর। টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান অ্যাথলিটদের অগ্রযাত্রায় অবদান রাখতে পারবে এই প্রতিষ্ঠানটি।