চলতি সপ্তাহে দাম বেড়ে প্রায় সেঞ্চুরির কাছাকাছি পেঁয়াজের দাম। চড়া দামে বিক্রি হচ্ছে আলু। আর ২০০ টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের দাম। তবে কিছুটা কমেছে মুরগীর দাম।
গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫-৬৫ টাকা। আমদানির পরও উল্টো বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকা। আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা কেজি।
বাজারে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে প্রতি কেজি ২১০-২১৫ টাকা। যা কয়েক সপ্তাহ ধরে ২২০-২৩০ টাকা দামে বিক্রি হয়ে আসছিল। এছাড়াও সোনালি পাকিস্তান জাতের মুরগী ৩৫০-৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগী লাল ৩৫০-৩৬০, সাদা ২৭০-২৯০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশি মুরগী বিক্রি হচ্ছে ৬০০ টাকার উপরে।
এদিকে আবারও উত্তাপ ডিমের বাজারে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকায়। হালি বিক্রি হচ্ছে প্রায় ৫০-৫৫ টাকা। যা কয়েক সপ্তাহ আগেও ১২০ টাকায় বিক্রি হচ্ছিল।
সবজির বাজারে লম্বা বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা, গোল বেগুন ৭০-৮০ টাকা, টমেটো ৬০-৭০, করলা ৮০-৯০ টাকা, চিচিঙ্গা ৭০-৮০ টাকা, ঢেঁড়শ ৪০-৫০ টাকা মান ও সাইজভেদে লাউ ৬০-৮০ টাকা, শশা ৫০-৬০ টাকা, ছোট সাইজের মিষ্টি কুমড়া ১০০-১২০ টাকা, জালি ৫০-৬০ টাকা, পেঁপে ৪০-৫০, কাঁচা কলা ডজন ৯০ টাকায় বিক্রি হচ্ছে।