কোরবানি ঈদে গরু-মহিষের পাশাপাশি ছাগলেরও রয়েছে বিশেষ কদর ও ব্যাপক চাহিদা। আর উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী হেয়াকোঁ বাজার ছাগলের জন্য বিখ্যাত। এখানে কোরবানি বাজার ছাড়াও সারাবছর ছাগল বিক্রি হয়। খুচরা বিক্রেতারা এই বাজার থেকে ছাগল কিনে বিভিন্ন হাটবাজারে বিক্রি করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, কোরবানির বাজার উপলক্ষে হেয়াকোঁ বাজার এলাকার ছাগল পালনকারী এবং ব্যবসায়ীরা ছোট-বড় প্রায় কয়েক হাজার ছাগল বিক্রির জন্য নিয়ে এসেছেন। বাজারের ইজারাদার সেলিম সরকার ও জয়নাল জানান, বিভিন্ন স্থান থেকে আসা লোকজন নিজেদের পছন্দমতো ছাগল কিনে নিয়ে যাচ্ছেন। বিক্রি ভালো হওয়ায় ছাগল পালনকারী ও ব্যবসায়ীরা বেশ খুশি।