আজকের ৭৫ বছরের আ’লীগ সৃষ্টি করছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সৃষ্টি করেছেন জাতীয় চার নেতাকে, আ’লীগ সৃষ্টি করেছে মাওলানা ভাসানী, শামসুল হক, হোসেন শহীদ সোহরোয়ার্দীকে। আ’লীগের চূড়ান্ত ফসল জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গত ৪৩ বছরে বাংলাদেশ আ’লীগ পৃথিবীকে তাক করিয়ে দিয়ে উন্নয়নের রোল মডেলের সৃষ্টি করেছেন। এই যাত্রা সামনের দিকে যাবে এবং এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করবেন। আগামী ২ বছরের মধ্যে তালটিয়া রেল ক্রসিং থেকে ঘোড়াশাল পর্যন্ত সবগুলি রেলক্রসিংয়ে ওভারপাস নির্মান করা হবে। তুমলিয়া স্কুলের পাশ থেকে কালীগঞ্জ শ্রমীক কলেজ পর্যন্ত একটি ওভারপাস করা হবে এবং এর একটি শাখা কাপাসিয়া মোড় থেকে রেলক্রসিং এর উত্তর পাশ পর্যন্ত পৌছে দেয়া হবে। আগামী দেড় বছরের মধ্যে কালীগঞ্জে একটি ম্যাজিক হয়ে যাবে। আমি পাবলিক একাউন্স কমিটির সদস্য। সেই পরিপ্রেক্ষিতে আমাকে আস্বস্থ্য করেছে আগামী ৬ মাসের মধ্যে বিদ্যুৎ এর কাজ সম্পন্ন হলে। আমরা বিদ্যুৎ কর্জ দিতে পারবো। কালীগঞ্জ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি এসব কথা বলেন। শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে পৌর আ’লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বাংলাদেশ আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় আ’লীগে নেতা শফিউল কাদের নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বীরমুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফি মেহেদী হাসান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম সরকার তোরণ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, আ’লীগ নেতা এবিএম তরিকুল ইসলাম, তাসলিমা রহমান লাভলী, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আখন্দ ফারুক, আবু বক্কর বাক্কু, সাবেক চেয়ারম্যান-সিরাজ মোড়ল, মাহবুবুর রহমান ফারুক মাস্টার প্রমুখ