শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

সমন্বয়কদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও মিথ্যা মামলা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদা চাওয়া হচ্ছে এবং তাদের স্বাক্ষর নকল করে মামলাও করা হচ্ছে উল্লেখ করে এগুলোর সাথে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশননে (দুদক) যান আব্দুল্লাহ ও অপর একজন সমন্বয়ক সারজিস আলম। দুদক কর্মকর্তাদের সাথে দেখা করেন তারা। পরে সাংবাদিকদের জানান, তাদের কথা বলে কেউ যাতে কোনো অন্যায় সুবিধা নিতে না পারে সে ব্যাপারে কথা বলতেই এসেছিলেন তারা।
আব্দুল্লাহ বলেন, এই বার্তা নিয়ে এসেছি যে, আমাদের লিগ্যাল কোনো অথরিটি নেই। আমাদের নাম ব্যবহার করে বিশেষ কোনো সুবিধা নেয়ার বা দেয়ার এখতিয়ার আমরা রাখি না। দুদক তার আইন অনুযায়ী চলবে। আমাদের কথা বলে কেউ যেন বিশেষ সুবিধা নিতে না পারে। সূত্র : বিবিসি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com