শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

এই চিঠি চাটুকারিতার মধ্যে পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য: শাহরিয়ার নাজিম জয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে বছরজুড়েই আলোচনায় থাকতে দেখা যায়। সরকারি প্লট চেয়ে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন তিনি। ওই সময়েই চিঠিটি প্রকাশ্যে এসেছিল। শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে লেখা সেই চিঠি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ায় তোপের মুখে পড়েছেন জয়।
সমালোচনার মুখে বিষয়টি নিয়ে মুখ খুললেন জয়। এ অভিনেতা বলেন, “আলো আসবেই’ গ্রুপে পান নাই। ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই। তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন! সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো ১৩-এ ধারা। এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্তা করছেন।’
চিঠিতে চাটুকারিতা করেছেন, তা স্বীকার করে জয় বলেন, ‘অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না! আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবেন না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভালো থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি।’

অভিনেতার চেয়ে এখন উপস্থাপক হিসেবেই বেশি পরিচিত শাহরিয়ার নাজিম জয়। বর্তমানে চ্যানেল আই-এর ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠান সঞ্চালনা করছেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com