নড়াইল জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহানের সাথে সাংবাদিকদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক তাঁর বক্তৃতায় গত জুলাই ও আগষ্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনা এবং আহত ও অসুস্থ্যদের আশু সুস্থ্যতা কামনা করেন। অনিয়ম ও দূর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন তিনি।এছাড়া শিক্ষার গুণগত মানোন্নয়ন, শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কৃষি ও কৃষকের স্বার্থ সংরক্ষণ, চিত্রানদীসহ অন্যান্য নদী ও জলাশয় অবৈধভাবে দখল, ভরাট ও দূষণ প্রতিরোধকল্পে আইনী ব্যবস্থা গ্রহণ, নড়াইল সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালের অনিয়ম দূরীকরণে এবং অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ, ভেজালদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মণিটরিংয়ের ঘোষনা দেন।অবৈধ দখলদার ও মুনাফাখোরদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। সঠিক তথ্য ও গঠনমূলক সমালোচনা করে জেলা প্রশাসনের কাজকে স্বচ্ছতার সঙ্গে আরো তরান্বিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। ডিসি আরো বলেন,আমরা হতাশা নই, আশার স্বপ্ন দেখছি। শুধু কথার বুলি নয়, কাজে বিশ^াসী আমি। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মমূখী করে নারীদের স্বনির্ভর করতে চাই।সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরলে প্রশাসনের কাজ আরো গতিশীল হবে বলে তিনি বলেন। এ সময় অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।