শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন

বেনাপোলে আড়াই কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

আবুল বাশার বেনাপোল
  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২.৩৫০ কেজি ওজনের ৫টি সোনার বার সহ কদম আলী নামে এক স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃত আসামী-যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের মোঃ আজিজুর রহমানের ছেলে মোঃ কদম আলী(৩৫)। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার সময় বেনাপোল বাজারের কাচা বাজার নামক জায়গা থেকে তাকে সোনার বার সহ আটক করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বেনাপোল বিওপির বিজিবি সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে একজন ব্যক্তি মোটর সাইকেলযোগে সীমান্ত এলাকায় গমনকালীন তার প্যান্টের পকেটে কসটেপ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ০৫ টি (২৪ ক্যারেট) স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার ০৫ টি’র সর্বমোট ওজন ২.৩৫০ কেজি এবং যার সিজার মূল্য ২,৩৮,০৫,৫০০/-(দুই কোটি আটত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশত) টাকা। আসামীসহ আটককৃত স্বর্ণ মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণ ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com