শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন

দশম গ্রেডের দাবীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

যোগ্যতার ভিত্তিতে দশম গ্রেডে বেতনের দাবীতে ফরিদপুরের সদরপুর উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যলয়ের কয়েক শত সহকারী শিক্ষকরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্যানার ফেস্টুনসহ উপজেলা প্রশাসনিক ভবনের সামনে তাদের শান্তিপুর্ন মানববন্ধন কর্মসূচী ও স্বারক লিপি প্রদান করেন। এসময় সহকারী শিক্ষকরা তাদের দশম গ্রেডে উন্নতিকরনে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তারা বলেন, আমাদের দাবী মেনে না নিলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। এসময় বক্তারা সরকারের বিভিন্ন দপ্তরের দশম গ্রেডের কর্মকর্তাদের সাথে সহকারী শিক্ষকদের বৈষম্য দূর করার জন্য প্রধান উপদেস্টাসহ সরকারের শিক্ষা উপদেস্টার সুদৃস্টি কামনা করেন। এসময় বিভিন্ন যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মোঃ ফজলুল হক, আমেনা বেগম, প্রিন্স মাহমুদ, তোফাজ্জেল হোসেন, হায়দার হোসেন, নুরুজ্জামান সহ আরো অনেকে। মানব বন্ধন শেষে শিক্ষকরা সদরপুর উপজেল নির্বাহী অফিসার আল মামুনের নিকট স্বারকলিপি প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com