মুন্সীগঞ্জে ভুল তথ্য প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন থানা বিএপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক। বৃহস্পতিবার ২৬ই সেপ্টম্বর সকাল ১১দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব সাংবাদিক শফিউদ্দিন মিলনায়তনে। রিপন মল্লিক তার লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিকদের জানায় তার বিরুদ্ধে অপপ্রচার করছেন তার দলের কিছু কু-চক্রিমহল। তিনি বলেন বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহতম দল, এতে করে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয় তার কোনটিই সত্য, বস্তু নিষ্ঠ নয়। মুলত মাঠ দখলের জন্যে ঈষান্যিত হয়ে পত্রিকা, ফেজবুক, ইউটিউব ও একটি পত্রিকায় ভুল তথ্য দিয়ে নিউজ প্রকাশ করার তীব্র প্রতিবাদ করেন। এছাড়াও টঙ্গীবাড়ী থানা এলাকায় পদ্মা নদীতে বালু উত্তোলনের যে বিষয় নিয়ে নিউজ করা হয় তার একটিতেও সম্পক্য নেই বলে সংবাদ মাধ্যমকে জানায় রিপন মল্লিক। আলী আজগর রিপন মল্লিক আরো জানায় ছাত্রদের নিয়ে মানুষের জান, মাল নিরাপত্যায় কাজ করছেন। এলাকার প্রতিটি সংগঠনের বিষয় খোজঁখবর নিয়ে এলাকার ভালোকাজে আছেন বলে জানান তিনি। এমন কি সেনাবাহিনী, ইউনো, থানা প্রশাসনসহ সকলের কাছে বালু উত্তোলনের বিষয় বিধিনিষেধ এর ব্যপারে জানানো হয়েছে। অবৈধ বালু উত্তলনে তার কোন ভুমিকা নাই, এমকি এই ব্যবসায় তার কোন ব্লাবহেড বা ড্রেইজার মেশিন নেই। ইতিমধ্যে টঙ্গীবাড়ী থানা বিএনপির ২জনকে বহিস্কার করেন, পুলিশ তাদের বালু কাটার ড্রেজিং মেশিন পুলিশের হেফাজতে নিয়েছে। আমাকে উদ্দেশ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মান বিনষ্ট করার চেষ্ঠা ঘৃনিত বলে জানায়। সংবাদ সম্মেলনের মাধমে সত্য প্রকাশের জন্য সকল সাংবাদিকদের অনুরোধ জানান প্রবিন এই নেতা। বিএনপি একটি ধৈর্যশীল সংগঠন, জনগণের পাস্বে সবসময় কল্যানে কাজ করে। এছাড়াও যারা পদবঞ্চিত যাহারা তাদেরও দলের বাহিরে না রেখে দেশ সেবার কাজে রাখতে ঊধর্বতন নেত্বীবৃন্দের কাছে আলোচনা সাপেক্ষে কাছে রাখার বিষয় আলোচনা করবেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক আনিছ বেপারী,উপজেলা সেস্বাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, ও বিএনপি অন্যান্য নেতাকর্মী।