সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাড়ি নির্মাণের অভিযোগ

মোশারফ হোসাইন তযু (শ্রীপুর) গাজীপুর
  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরের শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় লিটন মিয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের কাজ চালাচ্ছেন।এদিকে সম্পত্তির মালিকানা দাবি করা ভুক্তভোগী উমর আলীর সন্তান শফিকুল ইসলাম থানায় অভিযোগ করেও পাচ্ছেন না কোনো প্রতিকার। ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে আমাদের প্রায় ১১ শতাংশ জমি গায়ের জোরে দখল করে বাড়ি নির্মাণ করছে লিটন মিয়া ও তার পরিবারের লোকজন। আমরা আমাদের জমি উদ্ধারসহ আইন অমান্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অভিযুক্ত লিটন মিয়ার সন্তান শুভ বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগটি ভিত্তিহীন। আমরা ক্রয় সুত্রে মালিক হয়ে নিয়ম অনুসরণ করেই বাড়ি নির্মাণের কাজ করছি। এই জমি নিয়ে স্থানীয়ভাবে অনেক বার সালিশ হয়েছে। সালিশে আমাদের পক্ষে রায় দিয়েছে গণ্যমান্যরা। আমরা এ বিষয় নিয়ে থানায় একটি অভিযোগ করেছি। শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মতিউর রহমান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তাদেরকে নোটিশ দেয়া হয়েছে। তাদেরকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। পুনরায় ওই জমিতে কাজ চলছে আমি শুনেছি। আমি ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com