রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

নড়াইলে ট্রাফিক তৎপরতা শুরু হওয়ায় জনমনে স্বস্তি

নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

যানজট নিরসন ও সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে নড়াইলে ট্রাফিক পুলিশের তৎপরতা শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের পুরাতন বাসটার্মিনালে আনুষ্ঠানিকভাবে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরে আসে। এসময় ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) কাজী হাসানুজ্জামান,ট্রাফিক ইন্সপেক্টর কামরুল হাসান,বিদ্যুৎ বড়–য়া,আহসান হাবীব, ট্রাফিক সার্জেন্ট ইমরান হোসেন উপস্থিত ছিলেন। দীর্ঘ ৩মাস জেলা সদরসহ বিভিন্ন সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর না থাকায় বেপরোয়াগতিতে যানবাহন চলাচল করতো। ফিটনেসবিহীন গাড়ি ও হাইওয়েতে চলাচল নিষিদ্ধ যানবাহন সড়কে অবাধে চলাচল বন্ধ করতে ট্রাফিক পুলিশসহ হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নড়াইল ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) কাজী হাসানুজ্জামান বলেন, সড়কে যান চলাচলে কেউ আইন লংঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। ট্রাফিক ম্যানেজমেন্টের পুরো টিম এ লক্ষ্যে কাজ শুরু করেছে।অল্পবয়সী ছেলেদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো রোধকল্পে তীক্ষè দৃষ্টি দেয়া হয়েছে।শহরে যাতে বাইরের ইজিবাইক প্রবেশ করে যানজটের সৃষ্টি না করে সেলক্ষ্যে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছে। নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান, সড়কে যানবাহন চলাচলে শৃংখলগতি ফিরিয়ে আনতে পুলিশের ট্রাফিক বিভাগকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। লাইসেন্সবিহীন ও বেপরোয়া গতির মোটরসাইকেলসহ অন্যান্য যান চলাচল বন্ধ রাখতে জরিমানা এবং অন্যান্য শাস্তির বিধান আরোপ করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com